এবার ভারতের অন্যতম সেরা ডিফেন্ডারকে নিয়ে কাড়াকাড়ি বাঁধল মোহনবাগান-ইস্টবেঙ্গলের!

Published on:

Mohun Bagan and East Bengal clash for an Indian defender

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন মরসুমকে সামনে রেখে দল গোছাতে মরিয়া কলকাতা ময়দানের দুই প্রধান দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কারণে দেশি ফুটবলার সই করাতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে পুরনো ভুল ত্রুটি শুধরে ভারতীয় ফুটবলে নতুন নজির গড়তে কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর হাত ধরে একের পর এক বিদেশি ফুটবলার সই করাচ্ছে লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, শোনা যাচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে নিয়ে কার্যত সংঘাত বেঁধেছে কলকাতার দুই ঐতিহ্যবাহী দল ইস্ট-মোহনের। জানা গিয়েছে, সেন্টার ব্যাক ও রাইট ব্যাকে খেলার অসামান্য দক্ষতা থাকার কারণেই স্বদেশী ফুটবলারকে সই করাতে একেবারে উঠে পড়ে লেগেছে কলকাতার দুই জায়ান্ট।

কাকে দল নিতে চায় দুই ময়দান প্রধান?

জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলের অন্যতম তুখড় ডিফেন্ডার মেহতাব সিংকে নিয়ে আগামী মরসুমের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, গত সিজনের দুর্বলতা কাটিয়ে উঠতে ভারতের সেরা ডিফেন্ডারকে দলে নিয়ে একেবারে সর্বশক্তিশালী হয়ে ওঠার আমরণ চেষ্টা করছে লাল হলুদ। বিশেষজ্ঞ মহলের মতে, আনোয়ার আলির চোট সমস্যার কারণে একজন পাকাপাকি রক্ষনকর্তা খুঁজে নিতে চায় মশাল ব্রিগেড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূলত সেই কারণেই নাকি ভারতীয় ফুটবলার মেহতাবে নজর পড়েছে লাল হলুদ কর্তাদের। একই পথ ধরে, ইস্টবেঙ্গলের পাশাপাশি ভারতের সেরা ডিফেন্ডারকে সই করিয়ে নিতে চাইছে মোহনবাগানও। কয়েকটি সূত্র মারফত যা খবর, বাগান মূলত মেহতাবকে একজন নির্ভরযোগ্য ব্যাকাআপ হিসেবে দেখছে। আসলে স্কটিশ ফুটবলার টমের সাথে চুক্তি পাকা হওয়ায় মোহনবাগান খুব সম্ভবত মেহতাবকে প্রথম একাদশে নেবে না, তবে তাঁকে স্কোয়াডে রেখে প্রয়োজনমতো খেলাতে চাইবেন মোলিনা।

অবশ্যই পড়ুন: ‘ফায়ার নয়, ফ্লাওয়ার’, ফাটলই না চিনা ক্ষেপণাস্ত্র! ভারতের ঢুকতেই ল্যাজেগোবরে ড্রাগনের গর্ব

অন্যদিকে, লাল হলুদ শিবিরে গেলে তাঁকে একেবারে দক্ষ হাতে প্রধান ডিফেপেন্ডারের ভূমিকায় থাকতে হবে। সব মিলিয়ে, মেহতাবকে নিয়ে একপ্রকার কাড়াকাড়ি লেগে গিয়েছে, লাল হলুদ ও সবুজ মেরুনের মধ্যে। যদিও, অনেকেই বলছেন, যে দলের হয়ে লিগ শিল্ড ও কাপ জয় সম্ভব হয়েছে সেই মুম্বই সিটি এফসিতেই নিজের যাত্রা দীর্ঘায়িত করবেন মেহতাব। কাজেই এখন দেখার দুই ময়দান প্রধানের প্রতিদ্বন্দ্বিতার মাঝে ভারতীয় ফুটবলারের গন্তব্যের চাকা কোন দিকে ঘোরে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group