বিকেলে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় তুমুল ঝড়, বৃষ্টি! কাল থেকেই আমূল পরির্বতন আবহাওয়ার

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: মে মাসের শুরু থেকেই জ্বালাপোড়া গরমে (Weather Update) প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর। ভয়ংকর চাঁদিফাটা রোদ আর আর্দ্রতা জনিত অস্বস্তির মেলবন্ধনে একেবারে প্রাণ যায় যায় অবস্থা। যদিও মাঝে মধ্যে ঝড় বৃষ্টি ক্ষণিকের জন্য আবহাওয়াকে শান্ত এবং শীতল রাখলেও পরের দিন ভ্যাপসা গরমে ফের পুরোনো ফর্মে ফেরে বৈশাখ। তবে এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকেই আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। অর্থাৎ দিনভর সেই প্যাচপ্যাচে ঘাম নিয়েই কাটাবে রাজ্যবাসী। তবে বিকেল অথবা সন্ধ্যার দিকে খানিক স্বস্তি নিয়ে আসবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। আর এই আবহেই আগামীকাল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে।

আজকের মত আগামীকাল বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে এই জ্বালাপোড়া গরমের মাঝেই এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে বৃহস্পতির বিকেলের পর থেকেই নাকি শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি। হতে পারে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: কবে, কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় শক্তি, কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? এল আপডেট

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজও উত্তরবঙ্গের নীচের জেলায় অর্থাৎ মালদা ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। অন্যদিকে উপরে জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলায়। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group