বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের জের, আচমকা স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ (IPL 2025)। তবে বোর্ডের নির্দেশে 17 মে শুরু হতে চলেছে IPL 2025-র অবশিষ্টাংশ। কিন্তু IPL পুনরায় শুরু হলেও বিদেশি খেলোয়াড়দের নিয়ে মাথায় আকাশ ভেঙেছে একাধিক দলের! প্রশ্ন উঠছে, আদৌ কি বিদেশি প্লেয়াররা ভারতে ফিরবেন? কেননা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেই আসরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তাছাড়াও একদিনের সিরিজ রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
ফলত, এই চার দলের বিদেশিদের নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে IPL দলগুলির। বিশ্ব ট্রেস চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রাক্কালে মঙ্গলবারই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ইংল্যান্ডের তরফেও একদিনের সিরিজের দল ঘোষিত হয়েছে। আর এরপরই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের প্রত্যাবর্তন! কাজেই প্রশ্ন থেকে যায়, IPL খেলতে এবার কোন কোন বিদেশিকে পাশে পাবে দলগুলি? KKR-র অবস্থাই বা কেমন?
দুর্দশা RCB-র
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আচমকা স্থগিত হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় সেই আসরের জন্য প্রস্তুতি শুরু করবেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ও প্রোটিয়া তারকা লুঙ্গি এনগিডি। মনে করা হচ্ছে, এই দুই পেসারকে এ মরসুমে আর পাচ্ছে না বিরাট কোহলির দল। তাছাড়াও অজি তারকা হ্যাজলউডের চোট রয়েছে। কাজেই তাঁর খেলার সম্ভাবনা একেবারে নগণ্য।
পাশাপাশি ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের জন্য প্রস্তুতি নেবেন রোমারিও শেফার্ড ও টম বেথেলরা। কাজেই এই দুই তারকার ভারতে আসার সম্ভাবনা আপাতত খুব একটা নেই। সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের লড়াইয়ে বিদেশি পেসার মিলিয়ে 4-5 জনকে নিয়ে সমস্যায় পড়তে পারে RCB। তবে স্বস্তির খবর, ইংল্যান্ড দলে নাম নেই লিয়াম লিভিংস্টোনের। ফলত তাঁকে পেলেও পেতে পারে বেঙ্গালুরু।
পাঞ্জাবের অবস্থা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে জায়গা হয়েছে পাঞ্জাব কিংসের প্রোটিয়া তারকা মার্কো জানসেনের। কাজেই তাঁর ভারতে ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। একইভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামবেন অস্ট্রেলিয়ার জস ইংলিস, ফলে তাঁকেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি যাত্রায় পাচ্ছে না পাঞ্জাব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে স্বস্তি দিয়েছেন মার্কাস স্টোইনিস। অস্ট্রেলিয়ার দলে না থাকায় তাঁর ভারতে ফেরার সম্ভাবনা প্রবল।
চাপে গুজরাত
বিদেশি প্লেয়ারদের নিয়ে চাপে পড়তে পারে গুজরাত। কেননা ইংল্যান্ডের জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কাবিসো রাবাডা, ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড ও প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েৎজি জাতীয় দলের হয়ে খেলার কারণে IPL থেকে সরে দাঁড়াতে পারেন আপাতত। তবে অনেকেই বলছেন, বাকিরা না এলেও বাটলার ও জেরাল্ড ভারতে আসতে পারেন।
দিল্লি ক্যাপিটালস
এ যাত্রায় দুর্দান্ত ফর্মে থেকেও এবার চাপ বাড়তে পারে দিল্লির। খুব সম্ভবত পেস আক্রমণ নিয়ে একেবারে নাজেহাল দশা হতে পারে রাজধানীর। কেননা, অস্ট্রেলিয়ান পেসার তথা দিল্লির পেস বিভাগের স্তম্ভ মিচেল স্টার্ক ফাইনালের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারতে নাও আসতে পারেন। একই সাথে দক্ষিণ আফ্রিকান তারকা ট্রিস্টিয়ান স্টাবস ইতিমধ্যেই টেস্ট দলে জায়গা পেয়েছেন। ফলে তাঁর ভারতে আসার সম্ভাবনাও খুব একটা নেই।
কলকাতা নাইট রাইডার্স
বাকি দলগুলির তুলনায় লাভের ঘরে থাকতে পারে কলকাতা নাইট রাইডার্স। কেননা, নাইট শিবিরে যে কয়জন বিদেশি প্লেয়ার রয়েছেন তাঁদের মধ্যে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজ দলে নেই। দেশের হয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছেন অনেক আগেই। এছাড়াও ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল জাতীয় দলে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা পাননি স্পেনসার জনসন। পাশাপাশি ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিক’ক অনেক আগেই অবসর নিয়ে নিয়েছেন। কাজেই বলা যায়, সব ঠিক থাকলে দলের অধিকাংশ বিদেশিকে বাকি লড়াইয়ে পাশে পাবে KKR। এনরিখ নরকিয়াকে নিয়েও সুখবর পেতে পারে কলকাতা।
অবশ্যই পড়ুন: এবার ভারতের অন্যতম সেরা ডিফেন্ডারকে নিয়ে কাড়াকাড়ি বাঁধল মোহনবাগান-ইস্টবেঙ্গলের!
SRH
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তবে বাকি অংশে নামার আগে চিন্তায় থাকবে দল। কারণ, অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে বড় ভূমিকায় SRH অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়াও ট্র্যাভিস হেড দলে আছেন। ফলত, এই দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তা থেকেই যায়। তবে SRH কর্তাদের আশা বাকি অংশের ম্যাচে যোগ দেবেন দুজনেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |