সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে বাংলাতেও ছুটবে এসি লোকাল ট্রেন (AC Local Train) । তবে কবে ছুটবে, সর্বোপরি কোন রুটে ছুটবে সেই নিয়ে এখনও অবধি রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। ইতিমধ্যে মুম্বাই থেকে শুরু করে কর্ণাটকে এই এসি লোকাল ট্রেনের সুবিধা শুরু হয়েছে। এদিকে বাংলাতেও এই ট্রেন আসবে আসবে বলে শোনা যাচ্ছে। কিন্তু কবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ। যে হারে গরম বাড়ছে সেখানে যদি এই এসি লোকাল ট্রেন শুরু হয় তাহলে সকলের যাত্রার আনন্দ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এবার এই এসি লোকাল নিয়েই সামনে এল বিরাট আপডেট। জানা যাচ্ছে, হাওড়া থেকে ছাড়তে পারে এসি লোকাল ট্রেন।
হাওড়া রুটে ছুটবে এসি লোকাল?
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই কাটোয়া-হাওড়া রুটে এসি লোকাল ট্রেন ছুটতে পারে। এমনিতে হাওড়া ডিভিশনের সবথেকে অন্যতম ব্যস্ততম রুট হল কাটোয়া-হাওড়া। এখন শোনা যাচ্ছে, এই রুটেই খুব সম্ভবত এসি লোকাল ট্রেনকে ছুটতে দেখা যাবে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও আনুষ্ঠানিক বুবৃতি জারি করা হয়নি। তবে এই রুটে যদি নতুন ট্রেন পরিষেবা শুরু হয় তাহলে লাভবান হবেন লক্ষ লক্ষ মানুষ।
সময় ও রুট
সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এসি লোকাল ট্রেন ব্যান্ডেল জংশনের মাধ্যমে চলবে। এটি প্রায় ৩ ঘণ্টায় ১৪৪ কিমি দুরত্ব পার করবে। এবার আসা যাক রুট প্রসঙ্গে। কাটোয়া ও হাওড়ার মধ্যে যাত্রাকালে এসি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে দাঁইহাট, অগ্রদ্বীপ, পাটুলি, বেলেরহল্ট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী, ভান্ডারটিকুরি, বিষ্ণুপ্রিয়া হল্ট, নবদ্বীপ ধাম, কালিনগর, সমুদ্রগড়, ধাত্রিগ্রাম, বাঘনাপাড়া, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া, বেহুলা, সোমরা বাজার, বলাগড়, জিরাট, খামারগাছী, ডুমুরদহ, কুন্তিঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল জংশন, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দ মোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া।
আরও পড়ুনঃ কবে, কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় শক্তি, কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? এল আপডেট
কোচ সংখ্যা
কাতওয়া-হাওড়া-কাতওয়া এসি ইএমইউ ট্রেনটির ১২টি কোচ থাকার সম্ভাবনা রয়েছে। এগুলি হলো – DMC + TC + MC + TC + NDMC + TC + MC + TC + TC + MC + TC + DMC। সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এক্সপ্রেস লোকাল ট্রেনের আসন ধারণ ক্ষমতা ১১১৬ জন যাত্রী (ডিএমসি-৭৮, টিসি-৯৬, এমসি-৯৬, এনডিএমসি-৯৬) হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ৩৭৯৮ জন যাত্রী দাঁড়িয়ে যাত্রা করতে পারবেন। আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি। তবে ভাড়া কত হতে পারে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |