বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি চিন সফরে গিয়ে নিজদের সমুদ্রের অভিভাবক বলে দাবি করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। তবে সেই অভিভাবকত্ব ফলাতে গিয়ে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে!
তাছাড়াও শান্তিতে নোবেলজয়ীর ভারত বিরোধী মন্তব্যের চাঁচাছোলা জবাব দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তাতেও বদলায়নি অভ্যাস! ভুল ত্রুটি শুধরে নেওয়া তো দূর, ফের আবারও নাকি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন পদ্মা পাড়ের প্রধান।
সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনা ইউনূসের!
বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন নেপালের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার। ওপার বাংলা সফরে গিয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে বৈঠক সেরেছেন তিনি। সূত্রের খবর, নেপালের ডেপুটি স্পিকারের সাথে বৈঠক চলাকালীন বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে অন্তর্ভুক্ত করে একটি বড় অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
ওপার বাংলার প্রধান বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের জন্য একটি সমন্বিত ও সুগঠিত পরিকল্পনা থাকা উচিত। এরপরই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অংশের কথা উল্লেখ করে ইউনূস বলেন, আলাদা আলাদা থাকার থেকে একসাথে আরও বেশি কিছু অর্জন করতে পারব আমরা। সকলেরই উন্নতি হবে! এদিন শান্তিতে নোবেলজয়ী মূলত, জলবিদ্যুৎ, স্বাস্থ্য সেবা ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে অন্তঃসীমান্ত সহযোগিতার ওপর জোর দেন।
ঢাকায় অনুষ্ঠিত সেই বৈঠকে, মূলত বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ আলোকপাত করেন ইউনূস। সূত্রের খবর, বাংলাদেশ এবং নেপাল দুপক্ষই গত অক্টোবরে ভারতীয় গ্রিড ব্যবহার করেছে। মূলত ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিক্রয় চুক্তির গুরুত্ব স্বীকার করে নিয়ে দুই দেশই।
অবশ্যই পড়ুন: বিদেশিদের নিয়ে মাথায় আকাশ ভাঙল একাধিক দলের! কাদের পাচ্ছে না KKR?
বলা বাহুল্য, নেপালের ডেপুটি স্পিকারের সাথে বৈঠক চলাকালীন ইউনূস মূলত আঞ্চলিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনব্যাক্ত করে বলেন, রংপুরে শীঘ্রই 1000 শয্যার হাসপাতাল তৈরি হবে। যা বাংলাদেশে চিকিৎসার জন্য আসা নেপাল এবং ভুটানের রোগীদের কাছে বিশেষ গুরুত্ব পাবে।