টানা ১৮ বার, ফের সুপ্রিম কোর্টে পিছল DA মামলা! পরবর্তী শুনানি কবে?

Published:

Updated:

da case in sc
Follow

সহেলি মিত্র, কলকাতা: আজ বুধবারও হল না বাংলার ডিএ (DA) মামলার শুনানি। ফলে নতুন করে মন ভাঙল বহু সরকারি কর্মীর। আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনু ভারতের ৫২তম প্রধান বিচারপতি (সিজেআই) হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর আজই কিনা নতুন করে দেশের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল বাংলার ডিএ মামলার শুনানি। স্বাভাবিকভাবেই এই ঘটনা মন ভেঙে দিয়েছে বাংলার সরকারি কর্মীদের

ফের পিছল DA মামলার শুনানি

এদিন দুপুর ২টো নাগাদ শুনানির সম্ভাবনা ছিল। কিন্তু তা-ও পিছিয়ে গেল। এই নিয়ে সুপ্রিম কোর্টে পর পর ১৮ বার ডিএ মামলার শুনানি পিছোল। শেষ বার এই শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ফের কবে ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলার শুনানি হবে? এই বিষয়ে জানা গিয়েছে, আগামী শুক্রবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে। সেদিনও মামলার শুনানি হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিন সরকারি কর্মীদের নেতাদের পাশে নিয়ে বড় বার্তা দেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, “আজ ২টোর সময় শুনানির কথা থাকলেও সময়াভাবে তা হয়নি। আমরা সকলেই আদালতে উপস্থিত ছিলাম। তবে শুক্রবারের জন্য নতুন করে দিন নির্ধারিত হয়েছে।” তিনি আশাবাদী, “শুক্রবার মামলার চূড়ান্ত শুনানি হবে। বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় আন্দোলনের নেতারা ও কর্মচারীরা সমস্যায় পড়ছেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।”

 

অর্থাৎ আগামী শুক্রবার চূড়ান্ত শুনানি হলেও হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করে যার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএ ১৮% হয়েছে। ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাজ্য বাজেট উপস্থাপনের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেছিলেন ।

সুপ্রিম কোর্টে ডিএ বকেয়া মামলা ঝুলছে

এই বৃদ্ধি সত্ত্বেও, বকেয়া ডিএ-র বিষয়টি এখনও অমীমাংসিত এবং বিচার বিভাগীয় তদন্তাধীন। আসন্ন সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যাশিত, বিশেষ করে যেহেতু পূর্ববর্তী শুনানিগুলি একাধিকবার বিলম্বিত হয়েছে এবং নিয়মিত কার্যক্রম এখনও শুরু হয়নি। আজকের শুনানি নিয়ে টানা ১৮ বার পিছিয়ে গিয়েছে মামলার শুনানি। এখন আগামী শুক্রবার কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join