এক একটা বন্দে ভারতের পিছনে কত খরচ করছে রেল? হিসেব দেখে ঢোক গিলবেন

Published on:

vande bharat

সহেলি মিত্র, কলকাতাঃ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)…ভারতের গর্বের ট্রেন। যত সময় এগোচ্ছে ততই এই ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে রেল যাত্রীদের মধ্যে। বাদবাকি ট্রেনের তুলনায় এই ট্রেন অনেকটাই প্রিমিয়াম এবং সর্বোপরি হাইস্পিড ট্রেন। এই ট্রেনে যে একবার উঠেছে সে বারবার উঠতে চাইবে। আরামদায়ক আসন, পরিষ্কার বাথরুম, খাবার দাবার ও আরও কতকিছু আছে এই ট্রেনটায়। যাইহোক, আপনিও নিশ্চয়ই কখনও না কখনও এই ট্রেনে উঠে থাকবেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাতে রেলের কত খরচা হয়? আজকের এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই আলোচনা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্দে ভারত চালাতে কত খরচ হয় কেন্দ্রের?

বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিমি। দূরে হোক বা কাছে, ভ্রমণের জন্য এই ট্রেনের জুড়ি মেলা ভার। ২০১৯ সালে দেশে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পরিচালিত হয়েছিল। বন্দে ভারত এক্সপ্রেসকে দেশের দ্রুততম ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে, ভারতে মোট ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লাইনে চলাচল করছে। অনেকেই হয়তো জানেন না যে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বারাণসী থেকে নয়াদিল্লি রুটে চলাচল করেছিল। এখন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। তবে এর খরচ সম্পর্কে শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন।

বন্দে ভারত ট্রেনটি ভারত সরকার দীর্ঘ দূরত্বের জন্য একটি চমৎকার ট্রেন হিসেবে ডিজাইন করেছে। এর পূর্ণ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ট্রেনে অনেক ধরণের সুযোগ-সুবিধা রয়েছে। এক রিপোর্ট অনুসারে, বন্দে ভারত ট্রেনের একটি কোচ তৈরি করতে ২ থেকে ৩ কোটি টাকা খরচ হয়। একই সময়ে, ১৬টি কোচের একটি সম্পূর্ণ ট্রেন তৈরিতে প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা খরচ হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এবার প্রতি ইউনিট বিদ্যুৎ মিলবে মাত্র ১ টাকায়, বিরাট ঘোষণা সরকারের

যাত্রীদের প্রথম পছন্দ বন্দে ভারত?

বর্তমানে, দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও অবধি ১৩৬টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। আগামী দিনে এই ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী রেল। এদিকে এখন পর্যন্ত দুই কোটিরও বেশি যাত্রী এই ট্রেনগুলিতে ভ্রমণ করেছেন। ২০২৩-২৪ সালে রেকর্ড সংখ্যক মানুষ বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group