বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক হারে বেড়েছে শেয়ার বাজারের রমরমা। আর সেই কারণেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে ডিপোজিটের সংখ্যা তরতরিয়ে কমছে। এমন আবহে, গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন স্কিম নিয়ে হাজির হচ্ছে ব্যাঙ্কগুলি। এবার সেই তালিকায় উঠে এল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) নাম।
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। মূলত এই ডিপোজিট স্কিমটি মোটা রিটার্ন ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা স্বাস্থ্য বিমার পাশাপাশি আর্থিক সুবিধাও পাবেন। বলা চলে একেবারে টু ইন ওয়ান। উল্লেখ্য, ইউনিয়ন ব্যাঙ্কের পাশাপাশি নতুন স্কিমে পা গলিয়েছে কানাড়া ব্যাঙ্কও।
ইউনিয়ন ব্যাঙ্কের নতুন স্কিম
ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই গ্রাহকদের জন্য একটি নতুন ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছে। এই সরকারি ব্যাঙ্কটি তাদের নতুন স্কিমের নাম রেখেছে ইউনিয়ন ওয়েলনেস ডিপোজিট স্কিম। এটি মূলত টার্ম ডিপোজিট স্কিম হিসেবে চালু করা হয়েছে। এই স্কিমের মূল লক্ষ্য, গ্রাহকদের বিনিয়োগ এবং স্বাস্থ্যসেবা উভয়ের চাহিদা পূরণ করা। এক কথায়, মেয়াদ শেষে মোটা রিটার্নের পাশাপাশি স্বাস্থ্য বীমা কভারেজও পাবেন গ্রাহকরা।
সর্বনিম্ন কত টাকা রাখা যায়?
ভারতীয় ব্যাঙ্কটি জানিয়েছে, তাদের এই নতুন ইউনিয়ন ওয়েলনেস ডিপোজিট স্কিমে সর্বনিম্ন 10 লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ 3 কোটি টাকা পর্যন্ত রাখতে পারেন গ্রাহকরা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ক্রিমটির একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। জানা যাচ্ছে, সর্বোচ্চ 375 দিনের মেয়াদে নিজেদের অর্থ সঞ্চিত রাখতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে মোট সঞ্চিত অর্থের ওপর 6.75 শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক।
সিনিয়র সিটিজেনদের জন্য বাড়তি সুবিধা
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট বিনিয়োগের ওপর 6.75 শতাংশ সুদের পর মূলত ভারতের প্রবীণ নাগরিকদের জন্য 0.05 শতাংশ অতিরিক্ত সুদ প্রদান করে ব্যাঙ্কটি। সবচেয়ে মজার বিষয়, এই স্কিমটি গ্রাহকদের ঋণের সুযোগ দেয়।
স্বাস্থ্য বীমার সুবিধা
ইউনিয়ন ব্যাঙ্কের এই নয়া স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল 375 দিনের সুপার টপ আপ স্বাস্থ্য বীমা কভার দেয় এই স্কিম, যা চিকিৎসা সংক্রান্ত যেকোনও ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস বীমা প্রদান করে। এ প্রসঙ্গে ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, এই ধরনের স্কিম এর আগে আনা হয়নি, যেখানে স্বাস্থ্য বীমা ও বিনিয়োগের ওপর সুদ একসাথে পাওয়া যায়।
কারা এই স্ক্রিমে বিনিয়োগ করতে পারবেন?
ভারতীয় ইউনিয়ন ব্যাঙ্কের ইউনিয়ন ওয়েলনেস ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 75 বছরের মধ্যে। এই স্কিমটি সিঙ্গেল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বলে রাখি, একটি জয়েন্ট সেটাপে বীমার কভারেজ শুধুমাত্র অ্যাকাউন্টধারী বা মূল বিনিয়োগকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
অবশ্যই পড়ুন: বড় অ্যাকশন! পাকিস্তানের পর এবার চিন, তুর্কির উপর ডাণ্ডা চালাল ভারত
কানাড়া ব্যাঙ্কের নতুন স্কিম
অতি সম্প্রতি এক ঋণদাতা জানিয়েছেন, ভারতের পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানাড়া গ্রাহকদের জন্য একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। যার নাম, কানাড়া ট্রুএজ। এটি মূলত কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের জন্য একাধিক সুবিধা প্রদান করে। যেটুকু যা জানা যাচ্ছে, কানাড়া ব্যাঙ্কের এই নতুন পরিষেবার দৌলতে প্রাইভেট ও কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা তাৎক্ষণিকভাবে আর্থিক প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত সমাধান পান। সেই সাথে উন্নত পরিষেবা তো রয়েছেই।