“মিসাইল এদিক-ওদিকে গেছে, কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে?” কেন্দ্রের কাছে প্রমাণ চাইলেন সৌগত

Published:

India Pakistan Conflict
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সফল হয়েছে ‘অপারেশন সিঁদুর’। যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। মাত্র ২৩ মিনিটেই নিজের লক্ষ্যে স্থির রেখে পাকিস্তানের ডেরায় থাকা পরপর ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা বাহিনী। আর তারপর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা (India-Pakistan Conflict) বিরাটাকার ধারণ করেছিল। তবে এইমুহুর্তে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। আর এই আবহেই এবার কেন্দ্রের জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণ চাইল তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়।

অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌগত-র

জানা গিয়েছে, সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় কেন্দ্রের অপারেশন সিঁদুর নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। শুধু তাই নয় অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকার যে দাবি করেছে তাকেই চ্যালেঞ্জ করছেন তৃণমূলের এই সাংসদ। এদিন এক সাক্ষাৎকারে সৌগত রায় জানান যে, “এই যে যুদ্ধটা হল সেটা আদতে কোনো যুদ্ধই নয়। কয়েকটা এরিয়াল ভেহিকেল, ড্রোন, এদিক থেকে ওদিকে গেছে, মিসাইল এদিক থেকে ওদিকে গেছে। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে? যদি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে থাকে তার প্রমাণ দিক কেন্দ্রীয় সরকার।”

কেন্দ্রের কাছে প্রমাণ চাইল সৌগত

যদিও বা এখানেই শেষ নয়। ভারতীয় সেনাবাহিনীর হামলা নিয়ে আরও একাধিক মন্তব্য করেন সৌগত রায়। তিনি বলেন, “খবরে তো আমি দেখছি কেন্দ্র যে ছবি প্রকাশ্যে এনেছে সেখানে একটা দুটো মাসুদ আজহারের যে জায়গা রয়েছে এবং পুরানো ভাঙা বাড়ি রয়েছে সেটা আদেও জঙ্গি ঘাঁটি কিনা তার প্রমাণ কই? কোথায় পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি। সেই প্রমাণগুলো দিক না। নেতৃত্ব তো কিছুই দেখাতেই পারল না। এমনকি পাকিস্তানের মতো চিরশত্রু দেশকে একটা শিক্ষাও দেওয়া গেল না।”

আরও পড়ুন: শুধু ভারতীয় সেনাই নয়, দেশের সুরক্ষায় ISRO যেই কাজ করছে, জেনে গর্ব হবে

যেখানে পহেলগাঁও ঘটনার প্রতিবাদ স্বরূপ ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অপারেশন গোটা দেশবাসীর কাছে এক গর্বের চিত্র তুলে ধরেছে সেখানে সৌগত রায়ের এই বিস্ফোরক মন্তব্য শাসকদলের কাছে বিতর্কের সূত্রপাত তৈরি করেছে। যা শাসকদলকে একপ্রকার লজ্জার মুখেই পড়তে হয়েছে। তবে এটিই প্রথমবার নয়। আর আগেও নানা বিষয় নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। কিন্তু এবার একেবারে জাতীয় বিষয় নিয়ে যে মন্তব্য করলেন তা চরম লজ্জার।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join