বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের আবহে লাভের গুড় খেলো বাংলাদেশ(Bangladesh)! পাকিস্তানের সাথে সংঘর্ষ চলাকালীন প্রতিমুহূর্তে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে কুৎসা, ভুয়ো তথ্য বা অপপ্রচার চালিয়ে গিয়েছিল ওপার বাংলার সংবাদমাধ্যমগুলি।
সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও, বহুবার ভারত বিরোধী মন্তব্য উঠে এসেছে। কিন্তু তা সত্ত্বেও, শেষ হাসি হাসলো বাংলাদেশ! ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহ কিছুটা শিথিল হতেই লাভ তুলে নিল পদ্মা পাড়ের দেশ।
IPL-এ জায়গা করে নিলেন মুস্তাফিজুর
সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়ে ছিল ভারত। আর সেই আবহেই আচমকা, স্থগিত করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ। মূলত নিরাপত্তার স্বার্থে ভারত ছেড়ে নিজ নিজ দেশে পাড়ি দেন বিদেশি প্লেয়াররা। তবে সংঘর্ষ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, বোর্ডের সিদ্ধান্তে আগামী 17 মে থেকে শুরু হচ্ছে IPL 2025-এর অবশিষ্টাংশ।
মূলত কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হবে IPL-র বাকি অংশের যাত্রা। এমতাবস্থায়, দ্বিতীয় দফা শুরুর আগে বিদেশি প্লেয়ারদের প্রত্যাবর্তন নিয়ে মাথায় হাত পড়ে গিয়েছে IPL দলগুলির। আসলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও একদিনের সিরিজের কারণে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আর সেই তালিকায় সবচেয়ে বেশি নাম জড়িয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের। আর তাতেই লাভের অঙ্ক তুলে নিলো বাংলাদেশ। কীভাবে? জানা যাচ্ছে, দিল্লির অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে আর দলে পাচ্ছে না DC। ফলত, সেই সূত্রেই অজি তারকার বিকল্প হিসেবে বাংলাদেশের মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে সই করিয়ে নিল রাজধানীর দল। ইতিমধ্যেই সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে DC।
Mustafizur Rahman is back in 💙❤️ after two years!
He replaces Jake Fraser-McGurk who is unavailable for the rest of the season. pic.twitter.com/gwJ1KHyTCH
— Delhi Capitals (@DelhiCapitals) May 14, 2025
অবশ্যই পড়ুন: বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে পারমাণবিক শক্তি! কত নম্বরে ভারত, পাকিস্তান? দেখুন তালিকা
কততে দিল্লিতে জুড়লেন মুস্তাফিজুর?
2016 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল মুস্তাফিজুরের। পরবর্তীতে 2022-23 মরসুমে দিল্লির হয়ে খেলেছেন পদ্মা পাড়ের এই ক্রিকেটার। তাছাড়ও মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের মতো দলে নিজের ক্রিকেটীয় দক্ষতা দেখিয়েছিলেন মুস্তাফিজুর।
তবে IPL 2025 সিজনের প্রথমদিকে বাংলাদেশের কোনও প্লেয়ারের প্রতি আগ্রহ দেখায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজিগুলি। তবে অবশেষ, বিদেশি প্লেয়ারের অনুপস্থিতে 6 কোটির বিনিময়ে ওপার বাংলার পেসারকে দলে টানল DC। যা ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বাংলাদেশের লাভ বলেই দেখছেন বিশেষজ্ঞরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |