বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি প্রকাশিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তিতে A+ গ্রেডে নিজেদের জায়গা ধরে রেখেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন দুজনেই। তাহলে এখনও কি কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডেই থাকবেন দুই মহারথী? নাকি অবশেষে বড় পদক্ষেপ গ্রহণ করবে বোর্ড? ভারতীয় সমর্থকদের মধ্যে যখন এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই আবহে বড় তথ্য দিল BCCI।
বোর্ডের নিয়ম কী বলে?
সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার তখনই কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে থাকতে পারেন, যখন তাঁর উপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটেই বর্তমান। অর্থাৎ, সেন্ট্রাল কন্ট্রাক্টের A+ ক্যাটাগরিতে জায়গা ধরে রাখতে গেলে, আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই খেলতে হবে। তবে রোহিত, বিরাট, জাদেজাদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না।
শেষবারের মতো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জয় তুলে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট ও রবীন্দ্র জাদেজা। কিন্তু তা সত্বেও তাঁদের কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে জায়গা দিয়েছিল বোর্ড। যা নিয়ে তৈরি হয়েছিল দীর্ঘ বিতর্ক। তবে আপাতত, রোহিত শর্মা ও বিরাট কোহলি দুই ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন, তাহলে কি কেন্দ্রীয় চুক্তির প্রধান ক্যাটাগরি থেকেও বাদ পড়বেন? জানিয়ে দিল বোর্ড।
কেন্দ্রীয় চুক্তিতে রোহিত-বিরাটের অবস্থান নিয়ে মুখ খুলল BCCI!
গতমাসে ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল BCCI। তবে সেই তালিকার A+ গ্রেডে রোহিত, বিরাট, জাদেজার নাম দেখে কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন অনেকেই! তাঁদের একাংশের বক্তব্য, বড় প্লেয়ারদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না! এবার বিরাটদের টেস্ট অধ্যায় শেষের পর সেই জল্পনা আরও বেড়েছে। যদিও সে বিষয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, সম্প্রতি বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিয়েছেন, অবসর নিলেও আপাতত রোহিত ও বিরাট A+ গ্রেডেই থাকবেন।
অবশ্যই পড়ুন: অ্যাকাউন্টে টাকা না থাকলেও করা যাবে দেদার UPI পেমেন্ট, শিখে নিন পদ্ধতি
সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সচিব জানিয়েছেন, টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া সত্ত্বেও রোহিত শর্মা ও বিরাট কোহলি কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডেই থাকবেন। এই দুই ক্রিকেটার ভারতীয় দলের অংশ। আর সে কারণেই শুধুমাত্র ওয়ানডে খেলেই A+ গ্রেডের সমস্ত সুবিধা পাবেন দুই হাইপ্রোফাইল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |