বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের আবহে উঠে আসছে বড় খবর! শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এবার বিরাট কোহলির বন্ধু তথা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন কারিগরকে সাদা বলের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব দিল পাকিস্তান (Pakistan)।
কাকে প্রধান কোচ হিসেবে বেছে নিল PCB?
আসন্ন 25 মে থেকে বাংলাদেশের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আর সেই আসরের কথা মাথায় রেখে এবার নাকি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন পথপ্রদর্শক তথা ভারতীয় মহাতারকা বিরাটের পুরনো বন্ধুকে প্রধান কোচ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সূত্রের যা খবর, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন কোচ মাইক হেসন IPL-এ দায়িত্বে থাকাকালীন কোহলির সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন। জানা যাচ্ছে, এবার তাঁকেই সাদা বলের ক্রিকেটে প্রধান কোচ করেছে PCB।
কবে থেকে শুরু হচ্ছে বিরাট ঘনিষ্ঠর নতুন কর্মজীবন?
বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে নতুন প্রধান কোচ হিসেবে মাইকের নাম ঘোষণা করে দিয়েছে পাক বোর্ড। কিন্তু প্রশ্ন থেকে যায়, কবে থেকে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেবেন RCB প্রাক্তনী?
বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বাংলাদেশের বিরুদ্ধে 25 মে থেকে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার পরের দিন অর্থাৎ 26 মে থেকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব একেবারে খাতায়-কলমে পেয়ে যাচ্ছেন মাইক। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি পাকিস্তানেই রয়েছেন।
RCB-র সাথে পুরনো সম্পর্ক মাইকের
50 বছর বয়সী অভিজ্ঞ মাইক হেসন 2019 সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যুক্ত হন। পরবর্তীতে কোচ হিসেবে 2023 সাল পর্যন্ত বিরাট কোহলিদের সাথে কাজ করেছেন তিনি। তবে দুঃখের বিষয়, মাইকের দেখানো পথে হেঁটে কোনও খেতাব আসেনি, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে। বলা বাহুল্য, দলকে সাফল্য দিতে না পারলেও বিরাট কোহলির মতো বহু রেড আর্মি প্লেয়ারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন মাইক।
কোচিং কেরিয়ারে দীর্ঘ অভিজ্ঞতা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পছন্দের ব্যক্তিত্ব মাইক হেসন দীর্ঘ 6 বছর ধরে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করতে শুরু করেন। আগেই জানানো হয়েছে, তাঁর দেখানো পথে হেঁটেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ কাঁপিয়েছিলেন বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিরা। এবার সেই দীর্ঘ অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই তাঁকে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব দিল PCB।
অবশ্যই পড়ুন: ‘জন্ম থেকেই আমরা যোদ্ধা’, প্যালেস্টাইনের এই হাইপ্রোফাইলকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল!
কত বছরের চুক্তি?
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ মাইক হেসনকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কিউই তারকার সাথে ঠিক কত বছরের জন্য চুক্তি করা হয়েছে, সেই উত্তর এখনও অধরা। যদিও বেশ কিছু সূত্র দাবি করছে, খুব সম্ভবত 2 বছরের জন্য পাক ক্রিকেটারদের যাবতীয় দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা বিখ্যাত কোচকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |