৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! কয়েক ঘণ্টা পরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৫ জেলায়

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে গরমের এক অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে। কখনও তাপপ্রবাহের দাপট বাড়ছে তো কখনও আবার বেলা বাড়তেই মেঘের আনাগোনায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমত মেঘ ও রোদের লুকোচুরি চলছে গোটা বাংলায়। তবে এবার বর্ষা নিয়ে বড় আপডেট সামনে এল। এমনকি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) দাপট দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে বর্ষার আগমন নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে, পূর্ব নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবরে। ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আশা করা যাচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। যার দরুন ভারতেও জলদি দেখা মিলবে বর্ষার। তবে জুনের প্রথম-দ্বিতীয় সপ্তাহের আগে ভারতের মূল ভূখণ্ডে পাকাপাকিভাবে পা রাখে না বর্ষা। কিন্তু এবার সেই রেকর্ড ভানবে কি না সেটাই দেখার।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই রোদের তেজ খুব একটা না থাকলেও আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম খুব বেশি রয়েছে। রীতিমত গলদঘর্ম অবস্থা সকলের। তবে আজ থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে চলেছে কয়েকটি জেলায়। ইতিমধ্যে হাওয়া অফিস বঙ্গের চার জেলায় আজ ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়ায থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকালও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: “মিসাইল এদিক-ওদিকে গেছে, কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে?” কেন্দ্রের কাছে প্রমাণ চাইলেন সৌগত

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ আলাদা। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের নীচের জেলাগুলি অর্থাৎ মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group