বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের আদর্শে লালিত-পালিত হয়নি বালুচিস্তান! বহু বছর ধরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি জানিয়ে এসেছেন বালোচরা! মুখের কথায় কাজ না হয় তুলে নিতে হয়েছে অস্ত্র! বর্তমানে বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলছে বালুচিস্তান(Balochistan)! আর সেই আগুনেই একপ্রকার পুড়ে ছাই হওয়ার জোগাড় পাকিস্তানের।
সাম্প্রতিক সময়ে, বালুচিস্তানের একাধিক এলাকায় পাক সেনা ও পুলিশের ওপর হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। কার্যত জীবন বাজি রেখে স্বাধীনতার লড়াই চালিয়ে যাচ্ছে BLA। এমতাবস্থায়, সেদেশ থেকে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, এবার একেবারে পাকাপাকিভাবে স্বাধীন হওয়ার পথে বালুচিস্তান! এরই মধ্যে নাকি, ভারত ও জাতিপুঞ্জের কাছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছে বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতারা।
পাক সেনার ওপর একাধিক হামলা
স্বাধীনতার দাবিতে বারংবার গর্জে উঠেছে বালুচিস্তানের সাধারণ জনগণ থেকে শুরু করে BLA-র সশস্ত্র কর্মীরা। তবে সহজ কথায় কাজ না হওয়ায়, পাকিস্তান সেনাবাহিনীর ওপর একের পর এক আঘাত হেনেছে BLA। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অপারেশন সিঁদুরের দাপটে একেবারে নাজেহাল অবস্থা হয়েছে পাকিস্তানের, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই পাক সেনাবাহিনীর একাধিক ঘাঁটি ও কনভয়ে হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত কয়েক সপ্তাহে বালুচিস্তানের প্রায় 51 জায়গায় পাক সেনা ও পুলিশ কর্মীদের ওপর 71টি ভয়ঙ্কর হামলা চালিয়েছে BLA।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে অ্যাকশনের মাঝে ভারতের বিরোধিতা করেই বিরাট লাভ হল বাংলাদেশের!
বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়!
গত সপ্তাহেই পাক সেনাবাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষের পর নিজের ফেসবুক হ্যান্ডেলে বিবৃতি দিয়ে বালোচ আন্দোলনের কর্মী ও লেখক মীর ইয়ার বালুচ দাবি করেছিলেন, বালুচিস্তান এখন আর পাকিস্তানের অংশ নয়। আমাদের বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রদেশটির মুদ্রা, পাসপোর্টের মতো রাষ্ট্রের ন্যূনতম কার্যাবলী পরিচালনার জন্য ভারত ও জাতিপুঞ্জের কাছে আর্থিক সাহায্য দাবি করেন ইয়ার বালুচ। আর এমন ঘটনার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়ে গেল বালুচিস্তান? খবর তেমনটা হলেও প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও আসেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |