সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রোজ বাসে (Bus) করে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ লাভবান হবেন যাত্রীরা। বিশেষ করে যাত্রী সুরক্ষার ওপর জোর দিতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। এই বিষয়ে জারি করা হয়েছে নির্দেশিকা। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
নতুন পদক্ষেপ পরিবহণ দফতরের
যাত্রীদের নিরাপত্তা এবং আরাম বৃদ্ধির লক্ষ্যে, পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ জানিয়েছে যে কোনও বাস বা মিনিবাসে যদি পর্যাপ্ত পা রাখার জায়গা না থাকে, ভিড় থাকে বা আসন ব্যবস্থায় ত্রুটি থাকে তবে ভবিষ্যতে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। পরিবহণ বিভাগ আরও জানিয়েছে যে পরিবহন বিভাগ, রাজ্য পরিবহন কর্তৃপক্ষ (STA) এবং আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ (RTA) নিয়মিতভাবে সাধারণ জনগণের কাছ থেকে নানা রকমের অভিযোগ পাচ্ছে, যেমন অনেক বাস এবং মিনিবাসে অতিরিক্ত সিঁড়ির উচ্চতা, অপর্যাপ্ত পা বা হাঁটুর জায়গা এবং ভিড়ের মতো সমস্যা।
ফলে সরকার সকল বাস ও মিনিবাস অপারেটরদের নতুন নিরাপত্তা ও আরাম নির্দেশিকা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “এই সমস্যাগুলি মূলত বয়স্ক নাগরিক, শিশুদের বহনকারী মহিলা এবং যাদের পা বা হাঁটুর সমস্যা রয়েছে তাদের প্রভাবিত করে।” তিনি বলেন, ১৯৮৮ সালের মোটরযান আইন, ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটরযান বিধিমালা এবং ১৯৮৯ সালের পশ্চিমবঙ্গ মোটরযান বিধিমালার অধীনে ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত নিয়ন্ত্রক বিধান রয়েছে।
আরও পড়ুনঃ সিন্ধু জল চুক্তি নিয়ে দিল্লির কাছে কাতর আবেদন পাকিস্তানের, লাথ মারল ভারত!
নজরে যাত্রী নিরাপত্তা
বাধ্যতামূলক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রতিটি প্রবেশপথে গ্র্যাব রেল লাগানো, সিটের পিছনের দিকে কমপক্ষে ৬৬ সেমি ফাঁকা জায়গা টু-বাই-টু পদ্ধতিতে সাজানো, গ্যাংওয়ে ক্লিয়ারেন্স কমপক্ষে ৩১ সেমি, “ব্লাইন্ড স্পট” প্রভাব কমাতে সঠিকভাবে স্থাপন করা রিয়ারভিউ আয়না, যা ড্রাইভারের দৃশ্যমানতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কোনও বাস যদি এই নির্দেশ না মানে তাহলে আগামী দিনে কোনও সার্টিফিকেট দেওয়া হবে না বলে সাফ সাফ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |