ভারতেই রয়েছে তিন তিনটি মিনি তিব্বত, একটি তো ঘরের কাছেই, ঘুরে আসুন গরমের ছুটিতে

Published:

McLeod Ganj mini tibet
Follow

সহেলি মিত্র, কলকাতা: গরমের ছুটি পড়ে গিয়েছে। আর এই গরমের ছুটিতে অনেকেই আছেন কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। আপনিও কি কোথাও ঘুরতে যাবেন বলে ভাবছেন? অথচ দার্জিলিং, সিকিম কিংবা দীঘা ঘুরতে যেতে চাইছেন না? তাহলে আজকে আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেব যাকে কিনা ভারতের ‘মিনি তিব্বত’ (Mini Tibet) বলা হয়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে তিব্বত যাওয়ার খরচ বেশ অনেকটাই, সেইসঙ্গে দূরত্বও অনেক। তবে ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে আপনি তিব্বতের ছোঁয়া দেখতে পাবেন। যেখানকার পরিবেশ আপনাকে রীতিমতো পাগল করে দেবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জায়গাটি সম্পর্কে।

এটি হল ভারতের ‘মিনি তিব্বত’

হিমালয়ের সুন্দর উপত্যকায় অবস্থিত ম্যাকলিওড গঞ্জ একটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর হিল স্টেশন। জায়গাটি হিমাচল প্রদেশের ধৰ্মশালায় অবস্থিত। এই স্থানের সৌন্দর্য এতটাই জনপ্রিয় যে প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন।হয়তো আপনি জানেন না, যে ম্যাকলিওডগঞ্জ সমগ্র ভারতীয় পর্যটকদের কাছে ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। এখানে আপনি লক্ষ লক্ষ তিব্বতি মানুষ পাবেন।

এখানে আপনি তিব্বতি সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগও পাবেন। এই জায়গাটি ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর যে আপনি এখানে হারিয়ে যেতে পারেন। কেউ যদি সোলো ট্রিপ করতে চায় কিংবা পরিবারের সঙ্গে অথবা হানিমুনে আসতে চান তাহলে এই জায়গাটি একদম আদর্শ।

লাদাখেও রয়েছে ‘মিনি তিব্বত’

শুধু ম্যাকলিওড গঞ্জ নয়, লাদাখেও এমন জায়গা রয়েছে যেখানে মিনি তিব্বতের আভাস পাবেন। লাদাখ যেমন তার সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, তেমনি ভারতের এই অংশটি তিব্বতি সংস্কৃতির জন্যও বিখ্যাত। এখানে আপনি সব ধরণের তিব্বতি মানুষ পাবেন। তাই লাদাখকে সমগ্র ভারতের ‘ছোট তিব্বত’ বলা হয়। লাদাখে আপনি এমন অনেক প্রাচীন এবং বিখ্যাত বৌদ্ধ মঠ পাবেন, যেগুলো পৌরাণিক কাল থেকেই বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এখানে কিছু বৌদ্ধ বিহার আছে, যেগুলো দেখার জন্য বিদেশী পর্যটকরাও আসেন। হেমিস মঠ, দুগ্পা কার্গ্যুৎপা এবং থিকসে মঠ হল কিছু বৌদ্ধ মঠ যা ভগবান বুদ্ধ এবং তিব্বতি সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ ৩ দিন বন্ধ জাতীয় সড়ক, ঘুরপথে যাত্রায় বেড়েছে খরচও, উত্তরবঙ্গে নাজেহাল পর্যটকেরা

ছত্তিশগড়েও কিন্তু রয়েছে ‘মিনি তিব্বত’। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এখানে অবস্থিত মৈনপাট সমগ্র ভারতে মিনি তিব্বত নামেও পরিচিত। ছত্তিশগড়ের পাহাড়ের মৈনপাটে যাওয়ার পর, মানুষও যেন বুদ্ধের আশ্রয়ে এসেছে বলে মনে করে। এখানে আপনি সর্বত্র তিব্বতিদের খুঁজে পাবেন। আপনি এখানে অবস্থিত তিব্বতি মঠ এবং তিব্বতি শিবির ঘুরে দেখতে পারেন। অনেকেই হয়তো জানেন না যে মৈনপাটে অবস্থিত পাহাড়ের সৌন্দর্য এতটাই জনপ্রিয় যে এটিকে ছত্তিশগড়ের মিনি সিমলাও বলা হয় ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join