অষ্টম পে কমিশন নিয়ে খারাপ খবর! আরও অপেক্ষা করতে হবে কর্মীদের

Published on:

The 8th Pay Commission will not be formed in 2026 either

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সরকারি কর্মচারীদের আশায় জল গড়ালো! কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে মুখ চেয়ে বসে রয়েছেন। তবে নতুন করে যে সব তথ্য সামনে আসছে, তাতে অপেক্ষা যেন আরও দীর্ঘ হতে চলেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সরকার কমিশন গঠনই করেনি। এমনকি Terms of Reference বা কাজের গণ্ডিও নির্ধারিত হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখনো গঠিতই হয়নি অষ্টম বেতন কমিশন..

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর একবার করে নতুন বেতন কমিশন গঠিত হয়। শেষবার সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল 2016 সালে। আর কার্যকর হয়েছিল 1 জানুয়ারি থেকে। আর সেই সূত্র ধরে অনেকেই ধরে নিয়েছে যে, 2026 সাল থেকে কার্যকর হবে নতুন বেতন কমিশন। তবে বাস্তবে নাকি এখনও কমিশন গঠনের কাজই শুরু হয়নি। আর এই অনিশ্চয়তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, নয়া বেতন কমিশন বাস্তবায়নে এখনো ঢের দেরি।

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন গঠনের মূল বাধা TOR বা Terms of Reference। হ্যাঁ, এটি ছাড়া কমিশনের গঠন সম্ভবই নয়। এমনকি কমিশন সুপারিশ তৈরির কাজও কোনোভাবে শুরু করতে পারবে না। আর TOR তৈরি করতেই সরকার অনেকটা সময় নিচ্ছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কী আপডেট?

বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরির ভূমিকা সবথেকে বেশি। অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হওয়ার সম্ভাবনা থাকছে। আগে অনুমান করা হয়েছিল যে, এটি 3.68 হতে পারে। তবে এখন আশায় যেন কিছুটা জল গড়িয়েছে। মনে হচ্ছে সেরকম বড় কোনও পরিবর্তন আসবে না।

নয়া বেতন কমিশন কার্যকর হলেও সঙ্গে সঙ্গে বাড়বে না বেতন

এদিকে সরকার 1 জানুয়ারি, 2026 থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পরিকল্পনা করে থাকলেও সেবছরই বেতন বাড়বে, এমনটা কিন্তু নয়। বাস্তবে কমিশনের রিপোর্ট এবং সুপারিশ যদি 2027 সালের আগে না আসে, তাহলে বেতন বৃদ্ধি 2026-এ হবে না। অর্থাৎ, আশায় যেন আরও জল পড়ছে।

আর এখানে সবথেকে বড় প্রশ্ন উঠছে, সুপারিশ দেরিতে আসলে কর্মচারীরা কি 1 বছরের বকেয়া পাবেন? আসলে সম্ভাবনা থাকছে। যদি কমিশনের সুপারিশ 2027-এ আসে এবং 2026-র 1 জানুয়ারি থেকে বেতন কার্যকর করা হয়, তাহলে কর্মচারীরা হয়তো 1 বছরের বকেয়া পেতে পারেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের উপরে নির্ভর করবে।

আরও পড়ুনঃ ভারতে Apple-র প্রোডাক্ট উৎপাদন করবেন না! টিম কুককে নালিশ বাণিজ্য শুল্ক নিয়ে ক্ষুব্ধ ট্রাম্পের

আর সবমিলিয়ে দেখা যাচ্ছে যে, অষ্টম বেতন কমিশন নিয়ে আপাতত কর্মীদের অপেক্ষার প্রহর বাড়ছে। যতক্ষণ না TOR চূড়ান্ত করছে, ততক্ষণ পর্যন্ত এই কমিশন গঠন হবে না, আর সুপারিশের কাজও শুরু হবে না। হ্যাঁ এমনটাই জানা যাচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group