ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল PNB সহ তিন ব্যাঙ্ক, এখন আরও বেশি লাভ

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে কমবেশি প্রায় সবাই চায়। আর বিনিয়োগের সবথেকে জনপ্রিয় মাধ্যমকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হিসেবে বিবেচনা করে অনেকেই। আর দেশের তিনটি জনপ্রিয় ব্যাঙ্ক সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বিরাট পরিবর্তন এনেছে। তাই আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে আপডেটগুলি অবশ্যই জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

দেশের অন্যতম বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB এবার তাদের নতুন সুদের হার ঘোষণা করেছে। জানা যাচ্ছে এখন থেকে 3 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের 7 দিন থেকে 10 বছর মেয়াদের এফডিতে সুদ দেওয়া হবে 3.50% থেকে 7% এর মধ্যে।

এমনকি 390 দিনের এফডির ক্ষেত্রে আগে যেখানে 7.10% সুদ দেওয়া হতো, সেখানে এখন কমে দাঁড়িয়েছে 7%। শুধু তাই নয়, সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার থাকবে 4% থেকে 7.5% পর্যন্ত। এমনকি সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই হাড় হবে 4.30% থেকে শুরু করে 7.80% পর্যন্ত।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

এই প্রাইভেট ব্যাঙ্কটি এবার 3 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে। জানা যাচ্ছে, এখানে সাধারণ বিনিয়োগকারীরা 2.5% থেকে 7.10% হারে সুদ পাবে। এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার আরও বেশি। তারা 3.25% থেকে 7.60% পর্যন্ত সুদ পাবে। আর বিশেষ করে 311 দিনের মেয়াদে সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ 7.60% সুদ পাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ডিসিবি ব্যাঙ্ক

ডিসিবি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার কিছুটা বাড়িয়েছে। আর এখন তারা 3 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের 3.75% থেকে 7.75% সুদ দিচ্ছে বলেই খবর। জানা যাচ্ছে, তারা সিনিয়র সিটিজেনদের জন্য 4.5% থেকে 8.25% পর্যন্ত সুদ অফার করছে।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে ৯.১০% সুদ! এই ব্যাঙ্কে বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ

বিনিয়োগ করার আগে মাথায় রাখুন

এই নয়া আপডেটগুলি দেখে আপনি হয়তো নতুন করে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাববেন। তবে আমাদের পক্ষ থেকে একটাই পরামর্শ – ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখায় গিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য জেনে তারপর বিনিয়োগের পথে পা বাড়ান। কারণ সুদের হার ছাড়াও টার্মস ও কন্ডিশন, প্রিম্যাচিউর উইথড্রয়াল ইত্যাদি বিষয়গুলি জেনে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥