চাপে পড়বে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই কর্মীদের জন্য বড় খবর

Published on:

bengal da case

সহেলি মিত্র, কলকাতা: আজ ফের একবার সুপ্রিম কোর্টে রয়েছে বাংলার DA মামলার শুনানি। তবে তার আগেই এসে গেল বিরাট বার্তা যা রাজ্য সরকারের অস্বস্তির কারণ হতে পারে বৈকি। শুক্রবারই পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা ডিএ মামলার ফয়সলা হয়ে যাবে বলে দাবি করা হল। আর এই দাবি করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শুক্রবারই DA মামলার চূড়ান্ত শুনানি!

জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টের ১৪ নম্বর আদালতকক্ষ তথা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠতে চলেছে। সিরিয়াল নম্বর হল ৬১ নম্বর। শুনানি প্রসঙ্গে ফের একবার আশাবাদী কর্মচারী থেকে শুরু করে আইনজীবী। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘এমন কথা হয়েছে যে আর কোনও অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না। আমরা আশা করতে পারি যে শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানি হয়ে যাবে। মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে। শুক্রবার ফয়সালা হয়ে যাবে বলে আশা করছি আমরা।’

কী বলছেন সরকারি কর্মচারীদের নেতা?

অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ‘বুধবার দুপুর ২ টার সময় মামলা উঠার কথা ছিল৷ অজ্ঞাত কারনে মামলা ১ টা ২২ মিনিটে ওঠে৷ সরকার পক্ষ যথারীতি সময় চান৷ কনফেডারেশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট   বিকাশ রঞ্জন ভট্টাচার্য,সিনিয়র অ্যাডভোকেট রইফ রউম,পরিষদের পক্ষে পি.এস.পাটোয়ালিয়া,ইউনিটি ফোরামের পক্ষে করুনা নন্দী তীব্র বিরোধিতা করে আজকেই মামলা শোনার দাবি করেন৷ বিকাশবাবু বলেন,”দিনের পর দিন আমরা কলকাতা থেকে আসছি,কর্মীপক্ষের বিপুল ব্যয় হচ্ছে৷এভাবে আর অ্যাডজনমেন্ট দেওয়া যাবে না৷”কর্মীপক্ষে অন্য কোন আইনজীবি কোন কথা বলেন নি৷মাননীয় বিচারপতিরা বলেনঃ(১)আগামী শুক্রবার মামলার শুনানি হবে,কোন অ্যাডজনমেন্ট হবে না৷(২)শুক্রবার অভিষেক মনু সিংভী সময় দিতে না পারলে ,সরকারের হয়ে হুজেফা আহমেদী(সিনিয়র অ্যাডভোকেট) সওয়াল করবেন৷(৩)শুক্রবার মামলা পিছোনোর কথা বললে সরকার বকেয়া ডি.এ.র ৫০% কষ্ট জমা দিন৷আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ,মামলার নাম “কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ অ্যান্ড আদার্স–ভার্সেস–স্টেট অফ ও.বে.অ্যান্ড আদার্স”৷

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ অষ্টম পে কমিশন নিয়ে খারাপ খবর! আরও অপেক্ষা করতে হবে কর্মীদের

তিনি আরও জানান, ‘মামলায় যুক্ত সংগঠন ইউনিটি ফোরাম,কর্মচারী পরিষদ(১৩.০৪.২০২২ তারিখে যুক্ত হয়)৷ এ ছাড়া অন্য কোন সংগঠন/মঞ্চ মামলার সঙ্গে যুক্ত নয়৷ মামলা ২০২২সালের ২৮ এ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন,’তারিখ পে তারিখ ‘সংস্কৃতির খপ্পরে৷ অথচ সুপ্রিম কোর্টই বলেছেন,”Justice delayed,Justice denied.” মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ অর্ডারশীটে নেই৷ আমরা আশা করছি শুক্রবার মামলার শুনানী হবে৷শুনানী হলে,মহামান্য কলকাতা হাইকোর্টের ২ টি রায়(১)D.A is a legally enforceable right of right of the employees(31.08.2018)এবং (২)D.A. is alegally enforceable fundamental right of the employees”(২০.০৫.২০২২)প্রতিষ্ঠা পাবে বলেই আমাদের বিশ্বাস৷ মাননীয় বিচারপতিদের সরকারের প্রতি কঠোর মনোভাবের প্রদর্শন আমাদের আশাবাদী করেছে৷’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group