১৬ মাসে ৫৪০২ ভিখারিকে তাড়িয়েছে ৬ দেশ! রিপোর্টে নাক কাটল কাঙাল পাকিস্তানের

Published on:

Pakistan Beggar

সৌভিক মুখার্জী, কলকাতা: সীমান্তের উত্তেজনায় এমনিতেই অর্থনৈতিক সংকটে ভুগছে কাঙালের দেশ (Pakistan)। আর এবার সামাজিক কাঠামোতেও লজ্জায় ঘোমটা টানতে হচ্ছে পাকিস্তানকে। আসলে পাকিস্তানের সংসদে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি নিজেই স্বীকার করেছেন যে, গত 16 মাসে ছয়টি দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে 5402 জন পাক ভিক্ষুককে।

আর এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহল সহ গোটা পাকিস্তানে হইচই শুরু হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি বিদেশে গিয়ে পাকিস্তানিরা কীভাবে নিজেদের পরিচয় সবার সামনে তুলে ধরছে, তা নিয়েও চলছে সংশয়।

কোন কোন দেশ থেকে ফিরল ভিক্ষুকরা?

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রশ্নের উত্তর অভ্যন্তরীণ মন্ত্রী নিজেই দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির (PPP) সংসদ সেহর কামরান এই প্রশ্নটি সংসদে তুলেছিলেন।

আর মন্ত্রীর জবাব অনুযায়ী, যে সমস্ত দেশ থেকে পাকিস্তানি ভিক্ষুকদের দেশে ফেরত পাঠানো হয়েছে, সেই দেশগুলি হল – সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। সূত্রের খবর, এই ছয়টি দেশ থেকে 2024 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত মোট 5402 জন ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ হু হু করে দাম কমছে সোনার, জলের দরে বিকোচ্ছে রুপো! আজকের রেট

কোথা থেকে এসেছিলেন এই ভিক্ষুকরা?

মন্ত্রী জানিয়েছে যে, ফেরত আসা ভিক্ষুকদের বেশিরভাগই ছিল সিন্ধু প্রদেশের বাসিন্দা। এছাড়া পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর ও রাজধানী ইসলামাবাদের ভিক্ষুকরাও তালিকায় ছিল।

আর এই ফেরত আসা ভিক্ষুকদের ছবি যেন পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক ছবি সবার সামনে তুলে ধরল। অন্যান্য দেশের নাগরিকরা যেখানে বিদেশে গিয়ে ভালো পেশার সঙ্গে যুক্ত হয়, আর ঠিক তখন এই কাঙালের দেশের মানুষজন বিদেশে গিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। সত্যি এটাই বাস্তব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥