ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান, তালিকায় কারা?

Published:

Mohun Bagan opponents in the Next Generation Cup are two English Premier League teams
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কামাল দেখাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) ছোটরা। সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে জামশেদপুরের ছেলেদের একেবারে নাকালি-চোবানি খাইয়েছে সবুজ মেরুন। 3-0 গোলে ভিন রাজ্যের সমবয়সীদের মাঠছাড়া করতেই নতুন গন্তব্যের স্বাদ পেল গঙ্গা পাড়ের ক্লাব মোহনবাগানের জুনিয়ররা।

শোনা যাচ্ছে, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে অভূতপূর্ব সাফল্যের পর এবার প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে খেলার সৌভাগ্য হয়েছে সবুজ মেরুন ফুটবলারদের। আর সেই আসরেই বাগানের জন্য অপেক্ষা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তুখড় প্রতিপক্ষ।

প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে বাগানের প্রতিপক্ষ দুই শক্তিশালী দল

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামশেদপুরের বিপক্ষে দুরন্ত সাফল্যের পর প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে খেলার সুযোগ হয়েছে মোহনবাগানের ছোটদের। জানা যাচ্ছে, মূলত গ্রুপ বি-তে খেলতে দেখা যাবে বাগান প্লেয়ারদের। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ময়দান প্রধানের ওই গ্রুপেই রয়েছে এফসি গোয়া, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী দল নাটিংহ্যাম ফরেস্ট ও ইপসউইচ টাউন।

সহজ ভাষায় বলতে গেলে, নেক্সট জেন কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানের জুনিয়রদের। যা তাদের জন্য একেবারেই সহজ হবে না।

কবে থেকে শুরু হচ্ছে বাগানের ম্যাচ?

প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে মোহনবাগানের গ্রুপ ও প্রতিপক্ষের নাম প্রকাশ্যে এলেও মোহনবাগানের ম্যাচ ঠিক কবে থেকে শুরু হচ্ছে বা টুর্নামেন্ট কবে এবং কোথায় গড়াবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই টুর্নামেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ্যে আসতে পারে।

অবশ্যই পড়ুন: দুই বিদেশিকে হারালো KKR! কোহলিদের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবেন রাহানে?

উল্লেখ্য, প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপের প্রথম সংস্করণ আয়োজিত হয়েছিল নবি মুম্বইয়ের রিলায়েন্স কোপারেট পার্কে। সেবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট 6টি দল। যার মধ্যে 3টি ছিল ইন্ডিয়ান সুপার লিগের অনূর্ধ-15 ও 3টি প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব-14 দল। যদিও সেবার শেষ হাসি হেসেছিল চেলসি।

জানিয়ে রাখি, নেক্সট জেনারেশন কাপের প্রথম সংস্করণে ভারতীয় দল হিসেবে অংশগ্রহণ করেছিল বেঙ্গালুরু এফসি। তাছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলও সেই আসরে যোগদান করেছিল। তবে এ বছর মোহনবাগান, গোয়া ছাড়াও নেক্সট জেন কাপে ভারতীয় দল হিসেবে অংশ নিচ্ছে জামশেদপুর এফসি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join