সুপ্রিম কোর্টের নির্দেশ, ২৫% DA দেবে রাজ্য সরকার? মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য

Published on:

Dearness Allowance

সৌভিক মুখার্জী, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন আজকের ঘটনা নয়। অবশেষে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র অন্তত 25 শতাংশ মিটিয়ে দিতে হবে। আর এই খবর সামনে আসতেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মনে স্বস্তির হওয়া বইতে শুরু করেছে। তবে আদৌ এই নির্দেশ কার্যকর হবে তো? কী বলছে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্য সরকারের প্রতিক্রিয়া

এদিকে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ সাংবাদমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আমরা এখনও হাতে পাইনি। নির্দেশিকা হাতে আসলে সরকারিভাবে যা বলার, তা বলা হবে। অর্থাৎ, রাজ্য সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনোরকম প্রতিক্রিয়া দেয়নি। 

সুপ্রিম কোর্টে কী ঘটল?

রাজ্য সরকারি কর্মীদের পক্ষে আজ DA মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ছিলেন অভিষেক মনু সিংভি। তিনি স্পষ্ট জানান, এই অল্প সময়ের মধ্যে বকেয়া ডিএ’র 25 শতাংশ দিতে গেলে রাজ্যের প্রায় 10 হাজার কোটি টাকা খরচ হবে। আর এই বোঝা রাজ্য সরকার বইতে পারবে না। তবে কোর্ট তার বক্তব্যকে গুরুত্ব দেয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, মহার্ঘ ভাতা হয়তো মৌলিক অধিকার নয়, তবে সংবিধানের 309 নম্বর ধারা অনুযায়ী রোপা রুল তৈরির ফলে মহার্ঘ ভাতা বৈধ। তিনি আরও জানিয়েছেন, 2016 সালের 1 জানুয়ারি থেকেই বকেয়া ডিএ পড়ে রয়েছে। তাই মেটাতে গেলে 2016 সাল থেকেই মেটাতে হবে।

আদালতের রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, আদালত তো বলেছিল 50 শতাংশ ডিএ দিতে হবে। এখন অন্তত 25 শতাংশ মেটানোর নির্দেশ এসেছে। সরকারের বলছে ওরা পারবে না। আমি বলি, এই সরকারের কোমড় তো বহু আগেই ভেঙে গিয়েছে।

আরও পড়ুনঃ IMF দিয়েছে মোটা ঋণ, ওই টাকা দিয়ে S-400 কিনতে পারবে পাকিস্তান?

পরিসংখ্যান কী বলছে?

বর্তমানে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা এই বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছিল। আদালতের এই রায় তাদের জন্য একপ্রকার আশার আলো নিয়ে আসলেও সরকার এখনও স্পষ্ট করে কিছু বলেনি। আগামী দিনে এই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা, এখন সেটা সময়ই বলে দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group