বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশবাসীর জন্য চরম দুঃসংবাদ! ফের পুরনো ফর্মে করোনা ভাইরাস (Covid-19)। আবারও নতুন করে অন্ধকার জগতে ফিরতে পারে বিশ্ববাসী। কেন? জানা যাচ্ছে, হংকং ও সিঙ্গাপুরে ইতিমধ্যেই লাফিয়ে বাড়ছে Covid সংক্রমণ। সম্প্রতি ব্লুমবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এশিয়ার এই দুই বৃহত্তম শহরে ফের করোনায় সংক্রমিত হতে শুরু করেছেন বহু মানুষ।
বাড়ছে মৃত্যুর সংখ্যা
বেশ কয়েকটি রিপোর্ট ও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই হংকংয়ে দাপট দেখানো শুরু করে দিয়েছে কোভিড। সূত্রের যা খবর, গত 3 মে পর্যন্ত এই শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 31 জনের। হাসপাতালে ক্রমশ বাড়ছে ভিড়। একেবারে দাবানলের গতিতে আক্রান্ত হচ্ছেন বাকিরাও। হংকংয়ের পাশাপাশি একই চিত্র ধরা পড়েছে সিঙ্গাপুরেও।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ অন্তত 28 শতাংশ বেড়েছে সিঙ্গাপুরে। জানিয়ে রাখি, মে মাসের একেবারে প্রথম সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল 14 হাজার 200। তাঁদের মধ্যে প্রায় 30 শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। প্রশাসনিক সূত্রে খবর, খুব সম্ভবত এটি কোভিডের পুরনো সংস্করণই। নতুন ভেরিয়েন্ট এসেছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
আশঙ্কায় ভারত!
বেশ কয়েকটি রিপোর্ট জানাচ্ছে, গত 5 সপ্তাহের তুলনায় পরিস্থিতি ক্রমশ বেগতিক হয়েছে চিনেরও। জানা গিয়েছে, বিগত সপ্তাহগুলিতে লাফিয়ে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। খবর আসছে থাইল্যান্ড থেকেও। জানা গিয়েছে, গত এপ্রিলেই সে দেশে থাবা বসিয়েছে কোভিড। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি ভারতেও ঢুকবে প্রাণঘাতী করোনা?
অবশ্যই পড়ুন: আরও শক্তিশালী হবে ভারত, প্রতিরক্ষা খাতে বাড়ছে ৫০ হাজার কোটির বাজেট
বিশেষজ্ঞ মহলের দাবি, এই মুহূর্তে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। বলা বাহুল্য, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র 93। তবে অনেকেই মনে করছেন, পুরনো স্বাস্থ্যবিধি মেনে না চললে শীঘ্রই ভারতেও চোখ রাঙাতে পারে প্রাণনাশক করোনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |