শুধু শিক্ষকরাই নন, এবার বিকাশ ভবনে মঞ্চে পড়ুয়ারাও! পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি (SSC) নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট গত ২২ এপ্রিল ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল। যার জেরে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ক্রমেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হতে থাকে। শেষপর্যন্ত রাজ্যের আবেদনের ভিত্তিতে স্কুলগুলির পঠনপাঠন অব্যাহত রাখতে নেওয়া হল সিদ্ধান্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে না শিক্ষাকর্মীদের জন্য। এদিকে গত বৃহস্পতিবার রাতে বিকাশভবনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গর্জে উঠল চাকরিহারা শিক্ষকেরা। সিদ্ধান্ত নেওয়া হল এবার স্কুলে নয় বরং সংশ্লিষ্ট স্কুলের বাইরে পড়ুয়াদের পাঠদান করানো হবে।

আন্দোলনকারীদের বৈঠক

এদিন পুলিশের লাঠিচার্জের ফলে একাধিক শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ে। যার জেরে ক্ষুব্ধ গোটা শিক্ষক সমাজ। তাই এর প্রতিবাদে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে গতকাল বৈঠক করেছিলেন। রাত সাড়ে ১০ টার সময় সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। মূলত ৪টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এসবের মাঝে আন্দোলন জারি রাখলেও শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করবেন না শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ে না গিয়েই পড়াবেন তাঁদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৈঠকে একাধিক সিদ্ধান্ত

বৈঠকে নেওয়া ৪টি সিদ্ধান্তের মধ্যে ছিল শিক্ষা দফতরের বাইরে পড়ুয়াদের পাঠদান করবেন চাকরিহারা শিক্ষকেরা। বিকাশ ভবনের সামনে অবস্থান চলবে। শুধু তাই নয়, গত বৃহস্পতিবার পুলিশের আঘতে আহত শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিদ্যালয়ের পড়ুয়ারাও যোগ দেবেন অবস্থান মঞ্চে। এবং আজ অর্থাৎ শনিবার দুপুর সাড়ে ৩টে তে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করবেন ছাত্র-ছাত্রীরা। এই প্রসঙ্গে আন্দোলনকারীদের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, ‘‘অবস্থানে সহানুভূতি জানাতে আসবে পড়ুয়ারা। আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষিকারা তাদের পড়াবে শিক্ষা দফতরের বাইরে। এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না।’’

উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে গতকাল শিক্ষকদের ধিক্কার সভায় উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে না উঠলেও মঞ্চের পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। চাকরিহারারা তাঁদের আন্দোলনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার দাবি তোলেন। আর এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সুযোগ করিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। চাকরিহারাদের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি তাই তাঁর সঙ্গে সাক্ষাৎ করা খুব জরুরি। ঠিক তেমন ভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা খুব জরুরী।

আরও পড়ুন: দীঘায় গিয়ে মহা বিড়ম্বনায় পর্যটকেরা! যাতায়াত সমস্যায় এবার কপালে হাত পড়ল স্থানীয়দের

পাশে থাকার বার্তা শুভেন্দুর

তাঁদের এই আবেদনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা অরাজনৈতিক যে কোন‌ও স্থানে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি সব সময় আপনাদের কথা শুনব। সাহায্য করব। আমি আপনাদের আন্দোলনে মাঝে মাঝেই আসব। একদিন আপনাদের সঙ্গে আন্দোলনস্থলে রাত কাটাব।’’ শুধু তাই নয় আগামী ৯ জুন বিধানসভায় অধিবেশন শুরু হচ্ছে। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে ওই দিন বিধানসভা অচল করার ডাক দিলেন শুভেন্দু। আর এই আবহেই এবার রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিলেন। কিছুদিন আগেই শিক্ষা কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার গেজেট নোটিফিকেশন প্রকাশ করল রাজ্য সরকার।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group