মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের বাড়ল ভাড়া, দেখে নিন নতুন টিকিট প্রাইস

Published on:

Hyderabad Metro Fare Hike

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের ভাড়া বাড়ল (Metro Fare Hike) মেট্রোর। ইতিমধ্যেই হয়ে গিয়েছে মূল্যবৃদ্ধির ঘোষণা। জানা যাচ্ছে, আজ অর্থাৎ শনিবার থেকেই মেট্রোর টিকিটের দাম বাড়ানো হচ্ছে। মেট্রো রেলওয়ে তরফে জানানো হয়েছে, নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী এবার ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে বাড়িয়ে 12 টাকা করা হচ্ছে। সে ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া 75 টাকা হবে, যা আগে 60 টাকা ছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর?

পাঠকদের সুবিধার ক্ষেত্রে বলে রাখি, হায়দরাবাদ মেট্রো রেলওয়ে লিমিটেড এবং অপারেটিং সংস্থা L&T মেট্রো রেল লিমিটেড এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কাজেই বুঝতেই পারছেন এবার থেকে হায়দরাবাদ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত খরচ গুনতে হবে ভিন রাজ্যের যাত্রীদের। হ্যাঁ, হায়দরাবাদ মেট্রোর ক্ষেত্রে জারি হয়েছে ভাড়া বৃদ্ধির নয়া নিয়ম। বলা বাহুল্য, আপাতত কলকাতা মেট্রোর তরফে নতুন করে কোনও ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হয়নি।

হঠাৎ কেন বাড়ানো হল মেট্রোর টিকিটের ভাড়া?

হায়দরাবাদ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মূলত অপারেশন ও রক্ষণাবেক্ষণ খরচ, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ খরচ, অন্যান্য প্রশাসনিক ব্যয় সহ একাধিক ক্ষেত্রে উন্নতির জন্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত কয়েক বছরে ভাড়া না বাড়লেও, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত একেবারে যথাযথ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাড়া বৃদ্ধিতে খুশি নন যাত্রীরা?

মেট্রোর টিকিটের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে হায়দরাবাদ মেট্রো কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্তে সহমত পোষণ করছেন না একটা বড় অংশের যাত্রী। তাঁদের অনেকেরই দাবি, মেট্রো পরিষেবা উন্নত ও সময় মতো হলেও নিত্যযাত্রীদের জন্য এই ভাড়া-বৃদ্ধি আর্থিক দিক থেকে চাপের হতে পারে। যদিও অনেকেই বলছেন, মেট্রোর উন্নয়নের স্বার্থে ও পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে অতিরিক্ত ভাড়া দিতে কোনও সমস্যা নেই।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বাংলার ছেলে অভিমুন্য, তালিকায় বঙ্গের আরও দুই

মেট্রোর নতুন টিকিট মূল্য

হায়দরাবাদ মেট্রোর নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, 2 কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে এবার থেকে যাত্রীদের 10 টাকার পরিবর্তে 12 টাকা খরচ করতে হবে। একইভাবে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে এবার থেকে 60 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়াও সর্বোচ্চ 20 কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে আগে যেখানে যাত্রীদের 60 টাকা খরচ হতো, সেই টিকিট মূল্য এবার বাড়িয়ে 75 টাকা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group