পাকিস্তানকে সমর্থন করার মূল্য চোকাতে হবে তুর্কিকে! বিরাট সিদ্ধান্ত নিলেন মুকেশ আম্বানি

Published on:

Mukesh Ambani takes a big decision regarding Turkey

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘর্ষ চরমে ওঠায় সন্ত্রাসবাদের দেশকে একেবারে খোলাখুলি সমর্থন করেছিল তুরস্ক। তবে শুধু কথা দিয়েই নয়, যাবতীয় যুদ্ধাস্ত্র অর্থাৎ উন্নত মিসাইল, ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে পাকিস্তানকে সাহায্য করে তুর্কি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এমন ঘটনার পরই ভারত বিরোধী অকৃতজ্ঞ তুরস্ককে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় পর্যটকরা। এমতবস্থায়, তুরস্কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল ভারতীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মালিকানাধীন Myntra ও দেশের সর্বোচ্চ ধনী ব্যবসায়ী অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

ফ্লিপকার্টের বড় পদক্ষেপ

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শত্রু দেশ পাকিস্তানকে একেবারে খোলাখুলি সমর্থনের পর ভারত বিরোধী তুরস্ককে বয়কটের আহবানের মাঝে এবার বেঁকে বসলো ফ্লিপকার্টের মালিকানাধীন সংস্থা Myntra। জানা যাচ্ছে, ভারতের এই জনপ্রিয় ই-কমার্স সাইটে ইতিমধ্যেই তুর্কি ব্র্যান্ডের পোশাক বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ফ্লিপকার্টের এই সাব ব্র্যান্ড সাময়িকভাবে তুর্কির পোশাক বিক্রি বন্ধ করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে Myntra-র এক কর্মকর্তা নাকি জানিয়েছেন, গত সপ্তাহে পাকিস্তানের সাথে উত্তেজনার চরমে উঠলে তুর্কির অকৃতজ্ঞতা দেখে তড়িঘড়ি তুরস্কের ব্র্যান্ডগুলির বিরুদ্ধে কঠোর হয়েছিল ভারতের এই জনপ্রিয় ই-কমার সাইটটি। পরবর্তীতে উত্তেজনা চরমে উঠলে নাকি তুর্কি ব্রান্ডের পোশাক বিক্রি বন্ধ করে দেয় Myntra। যদিও, ফ্লিপকার্ট সংস্থার তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

তুর্কিকে শায়েস্তা করতে বিরাট পদক্ষেপ মুকেশ আম্বানির!

দেশের ঊর্ধ্বে কিছু নয়! এমন ব্যাকেই বারংবার কঠোর হয়েছেন ভারতবাসী। এমতাবস্থায়, পাকিস্তানের শুভাকাঙ্ক্ষী, বলা ভাল সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা তুরস্ককে টাইট দিতে এবার পথে নামলেন স্বয়ং মুকেশ আম্বানি! বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Myntra-র পর এবার রিলায়েন্সের মালিকানাধীন ই-কমার্স সাইট Ajio তুরস্কের পোশাক ব্র্যান্ডগুলির বিক্রি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। এ প্রসঙ্গে রিলায়েন্স রিটেইল জানিয়েছে, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখার প্রতিশ্রুতিতে আমরা দৃঢ!

রিলায়েন্সের মুখপাত্র বলেন, সাইটে তুর্কি পোশাক বিক্রি বন্ধের পাশাপাশি তুর্কিতে রিলায়েন্সের অফিসও বন্ধ করে দিয়েছি আমরা! জানিয়ে রাখি, আজ থেকে প্রায় 5 বছর আগে তুরস্কের টেক্সটাইল কোম্পানি কিভাঙ্ক টেক্সটাইলের সাথে অংশীদারিত্ব করেছিল রিলায়েন্স। মূলত টেকসই পোশাক ব্র্যান্ডগুলি বিক্রি করার জন্যই হয়েছিল এই অংশীদারিত্ব।

তবে এ প্রসঙ্গে রিলায়েন্সের একজন মুখপাত্র জানান, এই অংশীদারিত্ব অনেক আগেই শেষ হয়েছে। সেই সাথে, তুর্কি ব্র্যান্ডগুলি আমাদের সংস্থার বিভিন্ন সাইট ও পোর্টাল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া বহু আগেই শুরু হয়ে গিয়েছিল। শুক্রবার তুর্কির সমস্ত ব্র্যান্ড সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে।

অবশ্যই পড়ুন: বিদেশি ডিফেন্ডারকে সই করাতে গিয়ে বিরাট বিপদে পড়ল ইস্টবেঙ্গল!

উল্লেখ্য, শুক্রবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ওরফে CAIT ইতিমধ্যেই পাকিস্তানের সাহায্যকারী তুরস্ক ও আজারবাইজানের সমস্ত বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। CAIT জানিয়েছে, দেশের আগে কিছু নেই। তুরস্ক ও আজারবাইজান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করা দরকার।

বলা বাহুল্য, শুক্রবারই দেশের প্রায় 125 জন ব্যবসায়ী তুরস্ক ও আজারবাইজানের পণ্য বর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও সূত্র বলছে, দেশজুড়ে এই দুই দেশকে বয়কটের আহ্বানের মাঝে ভারতে চুটিয়ে তুর্কি পোশাক ও অন্যান্য দ্রব্য বিক্রি করে যাচ্ছে আমাজন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group