দু’মাসের মধ্যে চালু হচ্ছে হাওড়া-দিল্লি স্লিপার বন্দে ভারত, কত হবে ভাড়া? বড় আপডেট রেলের

Published on:

Vande Bharat Sleeper Train

প্রীতি পোদ্দার, কলকাতা: সুখবর যাত্রীদের জন্য। এখন আর দেরি নয়, কলকাতা থেকে দিল্লি যাত্রা আরও মসৃণ হতে চলেছে। তাও আবার দুই মাসের মধ্যে। এবার বহু প্রতীক্ষিত অত্যাধুনিক হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবে রেলের এই সিদ্ধান্তে রীতিমত উল্লাস জেগেছে সকলের মনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্লিপার বন্দে ভারত নিতে বড় আপডেট রেলের

এইমুহুর্তে শুধুমাত্র এসি চেয়ারকার কোচযুক্ত বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। যার ফলে সমস্ত পরিষেবা সঠিক থাকলেও বন্দে ভারতের ক্ষেত্রে একমাত্র অভিযোগ ছিল যে এতে শোওয়ার জায়গা একদমই নেই। তবে এবার এই অত্যাধুনিক স্লিপার কোচযুক্ত ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। যা ঘণ্টায় ১৬০ কিমি বেগে যাত্রীকে খুব কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে দেবে। প্রাথমিকভাবে রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে একটি করে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। অর্থাৎ ৯ মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন’টি স্লিপার বন্দে ভারত চলবে। কিন্তু এবার এই নিয়ে বড় আপডেট সামনে উঠে এল।

অনিশ্চয়তার মুখে জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার

সূত্রের খবর, গত ১৯ এপ্রিল জম্মু-শ্রীনগর রুটে জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন দিয়েই স্লিপার বন্দে ভারত ‘ক্যালেন্ডার’ চালু করার কথা ছিল। কিন্তু সেই সময় জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিল করা হয়। এদিকে ঠিক তিনদিন পরেই কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় পাক জঙ্গিরা। যার দরুন এই পরিষেবা উদ্বোধনের সময়সূচি অনিশ্চয়তার মুখে পড়ে। আর তাতেই দেশের ন’টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো নিয়েও প্রশ্ন ওঠে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নয়াদিল্লি-হাওড়া রুটে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন

শেষ পর্যন্ত কেন্দ্রীয় রেল মন্ত্রক যাত্রীদের কথা ভেবে রেল বোর্ডের নজরে আসে নয়াদিল্লি থেকে হাওড়া রুট। উদ্বোধনের জন্য এই রুটকেই আপাতত শনাক্ত করতে চায় রেল। এদিকে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। তাই ভোটের আগেই চলতি বছর রেল মন্ত্রক নয়াদিল্লি থেকে হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে। আশা করা যাচ্ছে আগামী দু’মাসের মধ্যে চালু হতে চলেছে এই পরিষেবা। তবে এই রুট ছাড়াও রেলের কাছে বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য আরও চারটি চিহ্নিত রুট রয়েছে। সেগুলি হল দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-পাটনা।

আরও পড়ুন: আগের থেকে ৭ গুণ জোরে ছুটবে ট্রেন, বদলাবে সময়সূচীও, সুখবর দিল রেল

থাকবে অজস্র সুবিধা

অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে যে, নয়াদিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রী ভাড়া ইতিমধ্যেই নির্ধারণ করা হয় গিয়েছে। থার্ড এসির জন্য যাত্রীপিছু ভাড়া হতে পারে তিন হাজার টাকা। সেকেন্ড এসির ভাড়া হতে পারে মাথাপিছু চার হাজার টাকা। এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে ৫ হাজার ১০০ টাকা করে। নয়াদিল্লি হাওড়া রুটে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার চলবে। বিশ্বমানের নানা সুবিধা থাকবে বন্দে ভারত স্লিপার ট্রেনে। ইউএসবি চার্জি পোর্ট থেকে শুরু করে ডিসপ্লে প্যানেল, সিকিউরিটি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ বার্থ ও টয়লেটের ব্যবস্থা থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group