পাকিস্তানের গর্ব ভেঙে মাত্র ৫ দিনে ২৬.৪৪ লক্ষ কোটি টাকা আয় করল ভারত, অবাক বিশ্ব

Published on:

Indian stock market gains Rs 26.44 lakh crore in just 5 days

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরেই হেরে গিয়েছিল পাকিস্তান! তবে কথায় আছে, খালি যন্ত্র বাজে বেশি। আর সেই মন্ত্রই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে কাঙাল পাকিস্তানের ক্ষেত্রে। ভারতের কাছে পিটুনি খেয়েও বদলায়নি সন্ত্রাসবাদের দেশ। চলছে দেদার অপকর্ম! তবে পাকিস্তান পাকিস্তানে রয়ে গেলেও পশ্চিম দিকের দেশকে উচিত শিক্ষা দিয়ে গোটা বিশ্বে ক্ষমতা জাহির করেছে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিগত কয়েক সপ্তাহে এদেশকে নানান রঙে দেখেছে গোটা দুনিয়া। সে পাকিস্তানকে পেটানো হোক কিংবা জঙ্গি দমনে প্রত্যাঘাত, সবেতেই বিশ্ববাসীর নজর কেড়েছে দিল্লি! এমতাবস্থায়, পাকিস্তানকে ধুলো চাটিয়ে শেয়ার বাজারে বিরাট নজির গড়ল ভারত (Indian Stock Market)। গত 5 দিনে ভারতীয় শেয়ারবাজার যে হারে ঝড় তুলেছিল তাতে লাভের মুখ দেখেছেন অসংখ্য বিনিয়োগকারী। সেই সাথেই সংঘর্ষের মধ্যেও কীভাবে আর্থিক ক্ষেত্রে বিজয়ী হওয়া যায় তার নজিরও গড়েছে জন্মভূমি।

মাত্র 5 দিনে 26.44 লক্ষ কোটির লাভ

পাকিস্তানের সাথে সংঘর্ষের মাঝেও ক্রমশ উঠেছে ভারতীয় শেয়ারবাজার। জানলে অবাক হবেন, গত 5 কার্য দিবসে শেয়ারবাজারে যে উত্থান হয়েছিল তাতে 4 শতাংশেরও বেশি শেয়ার বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, মাত্র 5 দিনের শেয়ার বাজার উত্থানেই কমপক্ষে 26.44 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে এদেশের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বের কোনও বড়বাজারে এত উত্থান আগে দেখা যায়নি, তাও আবার সংঘর্ষের আবহে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চিন যেখানে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, সেই পর্বে দাঁড়িয়ে পশ্চিম দিকের দেশকে উচিত শিক্ষা দিয়ে গর্ব ভঙ্গের পরও শেয়ার বাজারে বিরাট নজির গড়েছে ভারত। তবে শুধু যে শেয়ার বাজারে নজির ধরে রেখেছে তেমনটা নয়, সেই সাথেই বিশ্বের সমস্ত বাজারের তুলনায় সব থেকে বেশি রিটার্নও দিয়েছে ভারতীয় শেয়ার বাজার।

সেনসেক্সে বিরাট উত্থান

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর সেনসেক্স একেবারে লাফিয়ে বেড়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অনুযায়ী, বিগত কয়েকদিনে সেনসেক্সে অসাধারণ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। পরিসংখ্যান বলছে, শেষবারের মতো গত 9 মে শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেনসেক্স ছিল 79,454.47 পয়েন্টে। পরবর্তীতে 10 মে যুদ্ধবিরতি ঘোষণা হলে সোমবার থেকে ভারতীয় শেয়ারবাজার তরতরিয়ে বাড়তে থাকে।

অবশ্যই পড়ুন: বিদেশি ডিফেন্ডারকে সই করাতে গিয়ে বিরাট বিপদে পড়ল ইস্টবেঙ্গল!

জানিয়ে রাখি, শেষবারের মতো 16 মে বাজার বন্ধের আগে পর্যন্ত সেন্সেক্স ছিল 82,330.58 পয়েন্টে। এর অর্থ, শেষ 5 ট্রেন্ডিং দিনে সেন্সেক্স কমপক্ষে 2,876.12 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর সেই সূত্রেই 3.62 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

বলা বাহুল্য, এই 5 দিনে সেন্সেক্স বৃদ্ধির পাশাপাশি Nifty থেকে আয় বেড়েছে বিনিয়োগকারীদের। রিটার্ন এসেছে অন্তত 4.21 শতাংশ। যা সেনসেক্সের থেকেও অনেকটাই বেশি। সব মিলিয়ে, ভারতীয় শেয়ার বাজারে ঝোড়ো হাওয়া ওঠায় কমপক্ষে 21.50 কোটি বিনিয়োগকারী লাভবান হয়েছেন প্রায় সবদিক থেকেই। কাজেই বলা যায়, ভারতীয় শেয়ার বাজারের তুলনায় বিগত দিনগুলিতে বিশ্বের অন্য কোনও বাজার এত উত্থান এবং রিটার্ন কোনও ক্ষেত্রেই এগোতে পারেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group