তিনগুণ কমে ভরপুর বেনেফিটস! মাত্র ১০০ টাকায় ২৯৯ টাকার সুবিধা দিচ্ছে Jio

Published on:

Jio

প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রাহক আকর্ষণের দৌঁড়ে রীতিমত বাজার কাঁপাচ্ছে রিলায়েন্স জিও (Jio)। অন্যান্য বাকি টেলিকম সংস্থাকে পিছনে ফেলে একের পর এক নয়া আকর্ষণীয় প্ল্যান হাজির করা হচ্ছে গ্রাহকদের সামনে। আর সেগুলি লুটে পুটে উপভোগ করছে ব্যবহারকারীরা। আর এই আবহেই এবার মুকেশ আম্বানির সংস্থা নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার। বিশেষ করে এই অফার তাঁদের জন্য যাঁরা ওটিটি বিনোদন উপভোগ করার জন্য বাজেট ফ্রেন্ডলি প্ল্যান খুঁজছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

299 টাকার সুবিধা মিলবে 100 তে

কম দামের প্ল্যান হোক কিংবা বেশি দামের, রেঞ্জ বেসিসে প্রত্যেক গ্রাহকের জন্য মনের মত প্ল্যান নিয়ে আস্তে কুন্ঠাবোধ করে না রিলায়েন্স জিও। তাইতো এই টেলিকম সংস্থা মাঝে মধ্যেই নতুন নতুন অফার নিয়ে আসে। এবারেও গ্রাহকদের চাহিদাকে মাথায় রেখে এক দারুণ উদ্যোগ নিল জিও। এখন 100 টাকাতেই নিজের ফোনেই উপভোগ করতে পারবেন 299 টাকার প্ল্যানের সুবিধা। অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু এটাই সত্যিই। এমনই ধামাকা অফার আনল জিও। বলে রাখা ভালো গ্রাহকরা এই প্ল্যান শুধু নিজের ফোনেই উপভোগ করতে পারবে তা নয় যেকোনো স্মার্ট টিভিতেও মিলবে এই সুবিধা।

বিনামূল্যে Jio হটস্টারের সুবিধা

সংস্থা সূত্রে জানা গিয়েছে, জিওর এই নতুন 100 টাকার প্ল্যানে অবিকল 299 টাকার প্ল্যানটি থাকবে। যার মেয়াদ থাকবে 90 দিন। এবং দেওয়া হবে মোট 5GB ডেটা। আর এই প্ল্যানের সবচেয়ে চমকপ্রদক বিষয় হল জিওর এই নতুন 100 টাকার প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে জিও হটস্টারের সুবিধা উপভোগ করা যাবে। গত মাসে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের যুগলবন্দীতে তৈরি হয়েছিল জিও হটস্টার। এবার এই সুবিধা সংস্থার 195 টাকা এবং 949 টাকার প্ল্যানেও উপভোগ করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ব্যবসা গোটাতে পারে ভোডাফোন আইডিয়া! ১০ মাসের ডেডলাইন দিল খোদ সংস্থা

মানতে হবে কিছু শর্ত

তবে গ্রাহকদের এই 100 টাকার প্ল্যানটির সুবিধা উপভোগ করতে হলে অবশ্যই দুটি বিষয় মনে রাখতে হবে, নইলে এই বিশেষ সুবিধা হাত থেকে ফসকে যেতে পারে। যার মধ্যে একটি শর্ত হল এই অফারের সুযোগ নিতে হলে আপনার জিও নম্বরের একটি অ্যাকটিভ বেস প্ল্যান থাকতে হবে। কারণ অ্যাকটিভ বেস প্ল্যান না থাকলে কখনই 100 টাকার এই ডেটা অ্যাড অফারটি অ্যাকটিভ হবে না। এবং অপর শর্তটি হল এই 100 টাকার প্ল্যানটি সেকেন্ডারি প্ল্যান হিসেবে আপনার সিমে থাকবে, যার মূল লক্ষ্য হল ওটিটি পরিষেবার সুযোগ করে দেওয়া।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group