কলকাতা ও শহরতলি থেকে ব্যবসা গোটাচ্ছে ডাকঘর, বন্ধ হবে একগাদা পোস্ট অফিস

Published on:

Post Offices

প্রীতি পোদ্দার, কলকাতা: এক সময় রমরমিয়ে চলত কলকাতা এবং শহরতলির ডাকঘরগুলি (Post Offices)। গ্রাহকদের ভিড় তখন উপচে পড়ত। টাকা জমা দেওয়া টাকা তোলার ভিড় এতটাই বেশি ছিল যে সেখানকার কর্মীরা কাজের চাপে রীতিমত নাজেহাল হয়ে পড়ত। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে এখন সেই জনপ্রিয় ডাকঘর গুলির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কমছে গ্রাহকের সংখ্যা

দিনের পর দিন ক্রমেই কমছে ডাকঘরে গ্রাহকদের সংখ্যা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সকল ডাকঘরগুলি আগে বেশ জনপ্রিয় ছিল, এখন সেই ডাকঘোরগুলি প্রায় ফাঁকা। গুটিকয়েক লোকের আনাগোনাদেখা যায়। কিছু কিছু ডাকঘর আবার প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তার উপর এইমুহূর্তে মূল্যবৃদ্ধির বাজারে কলকাতা ও শহরতলিতে বড় অঙ্কের ব্যবসা না থাকায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে ডাকঘড়গুলি। তাই এই আবহে বড় সিদ্ধান্ত নিল ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কল। একধাক্কায় প্রায় ১৫টি শাখা ডাকঘর বা সাব পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হবে।

বন্ধ হচ্ছে একাধিক ডাকঘর

ডাক বিভাগ সূত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পার্ক সার্কাস, তারাতলা রোড, ঝাউতলা, ব‍্যারাকপুর বাজার, বোসপুকুর রোড, সাধনা ঔষধালয়, দক্ষিণ বেলঘরিয়া, জোড়ামন্দিরের মতো ১৫টি শাখা ডাকঘরকে শীঘ্রই কাছাকাছি ডাকঘরের সঙ্গে মার্জ করার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই মার্জ প্রক্রিয়াকরণের জন্য গ্রাহকদের কোনও সমস্যার মুখে পড়তে হবে না। তাঁদের জমানো সমস্ত আমানত সুরক্ষিত থাকবে বলেই জানা গিয়েছে। তবেএছাড়াও প্রশ্ন উঠছে সেখানকার কর্মীদের নিয়ে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: গত আড়াই বছরে ১২০০ স্কুলে তালা!

এদিকে একাধিক ডাক বিভাগ বন্ধের জল্পনার মাঝেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে গত সোমবার, এই ডাক বিভাগ বন্ধ নিয়ে ১৫টি সাব পোস্ট অফিসের ডিভিশনাল হেড বা বিভাগীয় প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করা হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে চলে সেই বৈঠক। এরপর সেই বৈঠকেই বিভাগীয় প্রধানদের বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। এবং সব পক্ষের কাছে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা। তবে এখনও পর্যন্ত ডাক বিভাগ বন্ধ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group