মে মাসের তৃতীয় সপ্তাহে লটারিতেই ভাগ্য ফিরবে এই ৭ রাশির! বাকিদের অবস্থা কেমন? দেখে নিন

Published on:

These 7 zodiac signs will become Crorepati by winning the lottery in the third week of May

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কাটা এখন অনেকেরই অভ্যাসে দাঁড়িয়েছে। তবে কেউ কেউ আবার অর্থহানির ভয়ে লটারি কাটার কথা মাথাতেও আনেন না! কিন্তু এমনটা নয় যে লটারি কাটলেই প্রচুর ক্ষতি হবে, আবার এমনটাও নয় যে প্রথমবার লটারি কেটেই ভাগ্য বদলে যাবে আপনার। আসলে লটারি প্রাপ্তি নির্ভর করে ব্যক্তির রাশি চক্রের ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রত্যেক মাসেই বেশ কিছু রাশির ভাগ্যে লটারি যোগ থেকে থাকে। এ মাসেও সেই নিয়মের অন্যথা হবে না। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাকিদের অবস্থা কেমন? জেনে নিন সবটা।

ভাগ্য ফিরবে বৃষের

বৃষ রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সময় লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। তবে শেষ ভাগে লটারি কাটা ঠিক হবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিথুন

মিথুন রাশির ব্যক্তিদের জন্য মে মাসের তৃতীয় সপ্তাহ বেশ শুভ হতে চলেছে। এই সময়ে লটারি থেকে স্বপ্নপূরণ করতে পারেন মিথুন রাশির ব্যক্তিরা। মনে করা হচ্ছে, গোটা সপ্তাহের যেকোনও একদিন লটারি কাটলেই লক্ষী লাভ হবে এই রাশির ব্যক্তিদের।

সিংহ রাশি

মে মাসের তৃতীয় সপ্তাহের যেকোনও দিন লটারি কাটতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা। এই সময়ে লটারি থেকে কোটি টাকা জেতার সুযোগ রয়েছে সিংহের জাতক জাতিকাদের।

কন্যা রাশি

চলতি মাসের তৃতীয় সপ্তাহ কন্যা রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে ভাগ্য ফেরাতে পারবেন কন্যার সকল জাতক জাতিকারা।

বৃশ্চিকের ভাগ্য মধ্যম প্রকৃতির

জ্যোতিষ শাস্ত্র বলছে, মে মাসের তৃতীয় সপ্তাহ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। তাই এই সময় লটারি থেকে বিরত থাকাটাই ভাল। খুব ইচ্ছে হলে অল্প টাকার লটারি কাটতে পারেন।

আর্থিক যোগ রয়েছে ধনুর

ধনু রাশির ব্যক্তিদের জন্য এই মাসের তৃতীয় সপ্তাহ বেশ শুভকর হতে চলেছে। অল্প টাকার লটারি কেটেও কোটি টাকা ঘরে তুলতে পারবেন ধনু রাশির জাতক জাতিকারা।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য মে মাসের তৃতীয় সপ্তাহের একেবারে প্রথম ভাগ শুভ। তবে লটারি কাটার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকুন। প্রয়োজনে বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নিন।

লোকসান হবে এই 5 রাশির

মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের তৃতীয় সপ্তাহ একেবারেই শুভ নয়। তাই ভুলেও এই সময়ে লটারি কাটতে যাবেন না। লাভের বদলে লোকসানের সম্ভাবনাই প্রবল।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্যে মে মাসের তৃতীয় সপ্তাহে কোনও লটারি যোগ নেই। তাই এই নির্দিষ্ট সময় লটারি থেকে দূরে থাকুন।

লোকসানের আশঙ্কা তুলা রাশির

তুলা রাশির ব্যক্তিদের জন্য মে মাসের তৃতীয় সপ্তাহ খুব একটা ভাল নয়। অন্যান্য কিছু ক্ষেত্রে ভাগ্য ফিরলেও লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা একেবারে নগণ্য।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের ভাগ্যে লটারি প্রাপ্তি আপাতত নেই। মে মাসের তৃতীয় সপ্তাহটা এই রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখের হতে চলেছে! তাই ভুলেও লটারি কেটে নিজের অর্থহানি করবেন না।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের গর্ব ভেঙে মাত্র ৫ দিনে ২৬.৪৪ লক্ষ কোটি টাকা আয় করল ভারত, অবাক বিশ্ব

মীন রাশি

মে মাসের তৃতীয় সপ্তাহে মীন রাশির ভাগ্যে অর্থপ্রাপ্তি নেই। তাই লটারি কেটে অযথা সময় এবং অর্থ কোনওটাই নষ্ট করবেন না।

( প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group