ফিক্সড ডিপোজিটে ৮%-র উপরে সুদ, দারুণ অফার দিচ্ছে এই ব্যাঙ্ক

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসর জীবনের পর আর্থিক নিরাপত্তা সবারই দরকার হয়। আর সবাই চায় স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত আর্থিক পরিকল্পনা। আর ঠিক সেখানেই প্রবীণ নাগরিকদের জন্য আশার আলো হয়ে উঠেছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। কারণ সুদের হারে সাম্প্রতিক কাটছাঁট সত্বেও প্রবীণ নাগরিকদের জন্য কিছু কিছু ব্যাঙ্ক এখনও 8%-এর বেশি সুদ অফার করছে। চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ ব্যাঙ্কগুলি সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুদের হার কমালেও প্রবীণ নাগরিকদের জন্য বিরাট সুখবর

2025 সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অনেকটাই কাটছাঁট করেছিল। আর এরপর থেকে বেশিরভাগ বড় বড় ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিয়েছে। কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য এখনও অনেক ব্যাঙ্ক 9.10% সুদ অফার করছে।

আর বিশেষ করে 3 কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে এবং স্বল্পমেয়াদি বিনিয়োগে প্রবীণ নাগরিকরা পাচ্ছে মোটা অঙ্কের সুদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছোট ফাইন্যান্স ব্যাঙ্কগুলি সুদের হার

বর্তমানে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিকদের জন্য সবথেকে বেশি হারে সুদ অফার করছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি-

  • Suryoday Small Finance Bank সর্বোচ্চ 9.10% সুদ অফার করছে। যেখানে 1 বছরের জন্য 8.40%, 3 বছরের জন্য 8.90% এবং 5 বছরের জন্য 9.10% হারে সুদ দেওয়া হবে। 
  • Unity Small Finance Bank ব্যাঙ্ক সর্বোচ্চ 9.10% হারের সুদ অফার করছে। যেখানে 1 বছরের জন্য 7.75%, 3 বছরের জন্য 8.65% এবং5  বছরের জন্য 9.10% সুদ দেওয়া হচ্ছে।
  • North East Small Finance Bank সর্বোচ্চ 9.00% সুদ অফার করছে। যেখানে 1 বছরের জন্য 7.50%, 3 বছরের জন্য 8.75% এবং 5 বছরের জন্য 8.50% হারে সুদ দেওয়া হবে। 
  • Utkarsh Small Finance Bank সর্বোচ্চ 8.75% সর্বোচ্চ সুদ দিচ্ছে, যেখানে 1 বছরের জন্য 6.75%, 3 বছরের জন্য 8.75% এবং 5 বছরের জন্য 8.50% সুদ দেওয়া হবে ।

প্রাইভেট বা পাবলিক ব্যাঙ্কগুলির অফার

স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পাশাপাশি প্রাইভেট ব্যাঙ্কগুলির মধ্যে SBM Bank দিচ্ছে সর্বোচ্চ 8.55% সুদ। এছাড়া RBL Bank, YES Bank, এবং Bandhan Bank দিচ্ছে 8.25% সুদ। শুধু তাই নয়, DCB Bank এবং IndusInd ব্যাঙ্কগুলিও দিচ্ছে আকর্ষণীয় হারে সুদ।

এবার যদি আমরা সরকারি ব্যাঙ্কগুলি নিয়ে কথা বলি, তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 8.00% সুদ দিচ্ছে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 7.95% হারে সুদ দিচ্ছে এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের 7.50% হারে সুদ দিচ্ছে।

আরও পড়ুনঃ GDP-র তুলনায় ঘাড়ে ঋণের বোঝা বেশি! বকেয়া ২৫% DA মেটাবে কী করে রাজ্য সরকার?

TDS নিয়ে নয়া সুবিধা

2025-26 অর্থবর্ষের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য সবথেকে বড় স্বস্তির খবর এসেছে। এখন থেকে কোনও ব্যাঙ্কে একজন প্রবীণ নাগরিকের ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের পরিমাণ বছরে 1 লক্ষ টাকার বেশি না হলে TDS কাটা হবে না। আগে এই সীমা ছিল 50 হাজার টাকা। এছাড়াও যাদের বার্ষিক আয় করযোগ্য সীমার কম, তারা ফর্ম 15H জমা দিয়ে TDS থেকে মুক্তি পেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group