পাক বন্ধু আজারবাইজানকে বয়কটের ডাক! জানেন ভারতের ১০০ টাকা সেদেশের মুদ্রায় কত?

Published on:

How much is 100 Indian rupees in Azerbaijan currency

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে প্রকাশ্যে এসেছে বেশ কিছু ইসলামিক রাষ্ট্রের ভয়ঙ্কর রূপ। ভারতের কাছ থেকে সবরকম সাহায্য নেওয়া সত্বেও পাকিস্তানকে একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক। বলা চলে, 2023 সালের অপারেশন দোস্ত-এর কথা বেমালুম ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সর্বস্ব দিয়ে সাহায্য করছে তুর্কি। একই পথে হেঁটেছে আরেক মুসলিম দেশ আজারবাইজানও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মূলত চিরকালই আর্মেনিয়ার জাত শত্রু এই আজারবাইজানের পক্ষ নিয়ে এসেছে পাকিস্তান। আর সেই কারণেই ভাই পাকিস্তানের পাশে কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছে বাকু। এমতাবস্থায়, শত্রুর দুই শুভাকাঙ্ক্ষীকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। ইতিমধ্যেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে তুরস্ক ও আজারবাইজানের সাথে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হয়েছে একাধিক বুকিং

পাকিস্তানের সাথে সংঘাতের আবহে আচমকা উড়ে এসে জুড়ে বসেছে দুই মুসলিম দেশ তুরস্ক ও আজারবাইজান। ভাইয়ের সমস্যায় একেবারে সর্বশক্তি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই দুই দেশ। আর তাতেই এক প্রকার চোটে লাল ভারতীয় পর্যটকরা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ দেশ তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বাতিল করেছেন স্বদেশীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সম্প্রতি জনপ্রিয় ট্রাভেল কোম্পানি ইজমাইট্রিপ জানায়, ভারতীয়রা বেঁকে বসায় তুরস্ক ও আজারবাইজানের একাধিক ফ্লাইট ও হোটেল বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়রা যদি সবদিক থেকে এই দুই দেশকে বয়কট করে, সে ক্ষেত্রে আগামী দিনে তাদের পর্যটন শিল্প একেবারে প্রশ্নের মুখে উঠবে।

অবশ্যই পড়ুন: মে মাসের তৃতীয় সপ্তাহে লটারিতেই ভাগ্য ফিরবে এই ৭ রাশির! বাকিদের অবস্থা কেমন? দেখে নিন

ভারতের 100 টাকা আজারবাইজানের মুদ্রায় কত?

ভারতীয়দের আজারাবাইজান বয়কটের আবহে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা (Indian Rupees) ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী। সে ক্ষেত্রে বলি, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 1 আজারবাইজান মানাত সমান ভারতের 50.35 টাকা। সেই হিসেবেই ভারতের 100 টাকা সমান 1.99 আজারবাইজান মানাত। সেই সূত্রেই ভারতের 1 লাখ টাকা সমান 1985.97 আজারবাইজান মানাত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group