সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার Cars24 এর তরফ থেকে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-র (Cars24 Internship Training 2025) আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন পদে বিনামূল্যে ট্রেনিং করানো হবে। পাশাপাশি প্রতি মাসে দেওয়া হবে মোটা অংকের স্টাইপেন্ড। এমনকি এখানে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে।
তবে কী কী দায়িত্ব পালন করতে হবে, আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, ট্রেনিংটি কোথায় হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Cars24 সংস্থা সম্পর্কে তথ্য | Cars24 Internship Training 2025 |
Cars24 হলো একটি ছোট্ট অফিস থেকে শুরু করা বর্তমানের এক বিরাট বড় কোম্পানি। এদের বর্তমানে 11 টি বড় শহরে 54 টি শাখা রয়েছে, যারা প্রতি মাসে হাজার হাজার গাড়ি কেনাবেচা করে। ভারতের সবথেকে দ্রুত বেড়ে ওঠে স্টার্টআপগুলোর মধ্যে এখন অন্যতম হয়ে উঠেছে Cars24। আর এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং-র আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, অফিসে উপস্থিত থেকে ফুল-টাইম ইন্টার্নশিপ করার জন্য উপলব্ধ থাকতে হবে। দ্বিতীয়ত, 9 মে থেকে 13 জুনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। তৃতীয়ত, 6 মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। এছাড়া গুরগাঁওয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ নিযুক্ত হলে অবশ্যই প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। কাস্টমারদের ফোন করে Cars24-র পরিষেবা সম্পর্কে জানাতে হবে। এছাড়া নিয়মিত যোগাযোগের মাধ্যমে ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষায় দক্ষভাবে কথা বলতে হবে ও ক্লায়েন্টদের সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, সেলস টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।
ট্রেনিং-এর স্থান ও মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে অনুষ্ঠিত হবে এবং অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে। পাশাপাশি ট্রেনিংটি 6 মাসের জন্য হবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে যারা ট্রেনিং নেবে, তাদেরকে প্রতি মাসে 18,000 টাকা থেকে 20,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি ট্রেনিং শেষ হলে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
কীভাবে আবেদন করবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে জানিয়ে রাখি, এখানে 8 জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাহলে আর আবেদন গ্রহণ করা হবে না।
Cars24 Internship Training 2025- Apply Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |