বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে নিজেদের সেরা অস্ত্র দিয়ে লড়তে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও শেষের দিকে প্লে অফের দৌড়ে টিকে থাকার আমরণ চেষ্টা করেছিল শাহরুখ-জুহির দল। মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্থগিতাদেশের পর কিছুটা বিরতি নিয়ে ফের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে যাত্রা শুরু করেছিল নাইটরা।
কিন্তু শেষ রক্ষা হল কোথায়? শনিবার ঘরের মাঠে কলকাতাকে হারাতে পারেনি RCB। তবে হারতে হয়েছে প্রকৃতির নিয়মে। হ্যাঁ, গতকাল বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় RCB বনাম KKR ম্যাচ। যার কারণে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্লে অফের আশা এ যাত্রায় পুরোপুরি শেষ হয়ে গেল। সত্যিই কি তাই? আর কি কোনও সুযোগ পাবে না কলকাতা নাইট রাইডার্স? জেনে নিন সবটা।
নাইটদের প্লে অফের স্বপ্ন কেড়ে নিল বৃষ্টি
শনিবার আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই বেঙ্গালুরুর আকাশ ছিল বেশ মেঘলা। পরবর্তীতে দুপুরের দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টি চলে দিনভর। বৃষ্টির কারণে ভেস্তে যায় দুই দলের টস পর্ব। তবুও আশা ছিল যদি অল্প সময়ের জন্য হলেও ম্যাচ আয়োজন করা যায়! তবে তেমনটা হয়নি। রাত 9টা নাগাদ বৃষ্টি কিছুটা বিরাম দিলে মাঠকর্মীরা ম্যাচ আয়োজনের জন্য মাঠ তৈরি করতে শুরু করেন, খেলোয়াড়রা খেলতে নামবেন তার ঠিক 15 মিনিটের মধ্যে ফের শুরু হয় মুষলধারে বৃষ্টি।
আর তাতেই শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিল হওয়ায় দুই পয়েন্ট ভাগাভাগি হয়েছে KKR ও RCB-র মধ্যে। সেই সূত্রেই 13 ম্যাচে 12 পয়েন্ট হয়েছে কলকাতার। অন্যদিকে 12 ম্যাচে অংশ নিয়ে 17 পয়েন্ট তুলেছে বেঙ্গালুরু। ফলত কলকাতার প্লে অফের আশা এবারের মত ঘুচিয়ে গেছে বলাই যায়।
আর কি কোনও সুযোগ নেই নাইটদের?
বলে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াইয়ে টিকে থাকতে হলে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হতো কলকাতাকে। তাছাড়াও লিগ পর্বের একেবারে অন্তিম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকেও হারাতে রাহানেদের। হিসেব বলছে, তাতেও প্লে অফের স্বপ্ন ধরে রাখা যেত কিনা তা নিশ্চিত নয়। আর সেই আবহেই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় মাত্র 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল নাইটদের।
অবশ্যই পড়ুন: বাড়ল লজ্জা! ফের ডার্বিতে মোহনবাগানের কাছে পরাজয় বরণ ইস্টবেঙ্গলের
যার জেরে ওই 1 পয়েন্টের হিসেবে প্লে অফের জন্য অপেক্ষা বাড়ল বিরাট কোহলিদের। অন্যদিকে মাত্র 12 পয়েন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় আর কোনও আশাই থাকল না কলকাতার। সব মিলিয়ে বলাই যায়, কঠিন হলেও শেষবারের মতো একটা সুযোগ ছিল নাইটদের, তবে তাও প্রকৃতির নিয়মে হাতছাড়া হয়ে গেল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |