মিলবে না ভিসা! নতুন করে বাংলাদেশিদের জন্য বন্ধ হল এসব দেশের দরজা

Published on:

Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ ভ্রমণের রাস্তা বাংলাদেশীদের (Bangladesh) জন্য দিনের পর দিন ফিকে হয়ে আসছে! একের পর এক দেশ পদ্মাপাড়ের মানুষজনদের জন্য তাদের দেশের রাস্তা বন্ধ করে দিচ্ছে। ধাক্কা যেন পিছু ছাড়ছে না ইউনূসের দেশের উপর। কারণ, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের জন্য আর ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই পরিস্থিতির পিছনে মূল কারণ – ভিসা নিয়ে বিদেশে গিয়ে আর দেশে না ফেরা। হ্যাঁ, এমনটাই চরিত্র কিছু কিছু বাংলাদেশীর। আর যাকে কেন্দ্র করেই একের পর এক দেশ বাংলাদেশের উপর চড়াও হয়ে ভিসাতে নিষেধাজ্ঞা জারি করছে।

সর্বশেষ যুক্ত হল ভিয়েতনাম

ভিসা নিষেধাজ্ঞার তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনামের। সূত্রের খবর, কোনোরকম নোটিশ ছাড়াই এই দেশটি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে না, সমস্যা শুধু এখানেই নয়। এর আগে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার একাধিক দেশ বাংলাদেশীদের জন্য ভিসা ইস্যু করা বন্ধের পথে হেঁটেছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসল সমস্যা কোথায়?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, কিছু কিছু বাংলাদেশী নাগরিকরা ভিসা ইস্যু করে বিদেশে গিয়ে আর দেশে ফিরছে না। সেখানেই কেউ চাকরি খুঁজে নিচ্ছে বা ওভার স্টে করছেন, আবার কেউ কেউ আদম পাচারের চক্রে জড়িয়ে পড়ছেন। এর জেরে অন্যান্য দেশের সরকার বাংলাদেশীদের প্রতি অবিশ্বাসী হয়ে উঠে তাঁদের রাস্তা বন্ধ করে দিচ্ছে।

এ নিয়ে ট্রাভেল এজেন্সির মালিক ও ট্যুর অপারেটররা দিনের পর দিন অভিযোগ জানিয়ে আসছে। এমনকি আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ জানিয়েছেন, অনেকে ট্যুরিজমের নামে লোক পাঠিয়ে দিচ্ছে, যারা দেশে ফিরে আসছেনা। আর এতে দেশের ভাবমূর্তিই নষ্ট হচ্ছে। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের দাম কমল সোনার, পকেটে চাপ ফেলছে রুপো! আজকের রেট

পর্যটকদের কী বক্তব্য?

এই সমস্যাকে কেন্দ্র করে ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত এবং নিয়মিত ভ্রমণকারী জুনায়েদ নামের এক ব্যক্তি জানিয়েছেন, এখন ট্যুরিস্ট ভিসা পাওয়া মানে যেন যুদ্ধের সমান। ভিডিও কলে অফিস দেখাতে হয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স ফাইল, সবকিছু জমা দিতে হয়। এমনকি বোঝাতে হয় যে সত্যিই আমি ঘুরতে যাচ্ছি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group