১৫৫ টাকার মাসিক খরচেই মিলবে ১ বছরের ব্যাপক সুবিধা! দারুণ অফার আনল Jio

Published on:

Jio

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ভারতীয় টেলিকম কোম্পানিগুলির বাজারে শুধুমাত্র একচেটিয়া রাজত্ব করে চলেছে মুকেশ আম্বানির Jio। গ্রাহকদের আকর্ষণ বাড়াতে এবং চাহিদা মেটাতে প্রতিবার এই সংস্থা একের পর এক লাভজনক প্ল্যান নিয়ে আসছে। এদিকে গ্রাহকদের মধ্যেও নানারকম চাহিদা লেগেই থাকে। কিছু গ্রাহকের যেমন ইন্টারনেট পরিষেবার খুব প্রয়োজন পড়ে, তো কিছু গ্রাহক আবার ইন্টারনেটের ঝঞ্ঝাট ছাড়া শুধুমাত্র ফোন এবং এসএমএস ব্যবহার করে। তাই এবার তাঁদের জন্য দুটি বিশেষ নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে Jio।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এইমুহুর্তে Jio-এর প্রায় প্রতিটি রিচার্জ প্যাকে আনলিমিটেড কল, ডেটা এবং এসএমএস-এর সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে এবার TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র নির্দেশিকা মাথায় রেখে এবং সাধারন মানুষের কথা ভেবে Jio 458 টাকা এবং 1958 টাকার দুটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। তবে সবথেকে অবাক করার বিষয় হল, টানা 1 বছর অর্থাৎ 365 দিন কথা বলা যাবে সেক্ষেত্রে মাসিক খরচ 155। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

458 টাকার রিচার্জ প্ল্যান

Jio-র গ্রাহকদের বিশেষ সুবিধার্থে 458 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যেটির মেয়াদ 84 দিন। এতে যেমন গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবে ঠিক তেমনই 1000টি বিনামূল্যে এসএমএস করার সুবিধাও পাওয়া যাবে। যারা কেবল কল করতে এবং এসএমএস পাঠাতে পছন্দ করেন এবং ডেটার প্রয়োজন হয় না তাদের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকর হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই প্ল্যান গ্রাহকরা Jio Cinema এবং Jio TV-র মতো ভিডিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এছাড়াও, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: তৃতীয় ধাপেই ব্যর্থ হল ISRO-র ১০১ তম স্যাটেলাইট! নেপথ্যে কারণ কী?

1958 টাকার রিচার্জ প্ল্যান

Jio 458 টাকার রিচার্জ প্ল্যান ছাড়াও নিয়ে এসেছে 1958 টাকার রিচার্জ প্ল্যান। সংস্থা সূত্রে জানা গিয়েছে এই প্ল্যানের মেয়াদ এক বছর অর্থাৎ পুরো 365 দিন। এতে যেমন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা রয়েছে, ঠিক তেমনই 3600 ফ্রি এসএমএসও রয়েছে। যারা বারংবার রিচার্জ করতে চান না তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপকারী হতে চলেছে। এছাড়াও এই প্ল্যানে ব্যবহারকারীদের বিনামূল্যে Jio Cinema এবং Jio TV-র সুবিধাও দেওয়া হয়েছে। এই প্ল্যানের এক মাসের খরচ 155 টাকা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group