প্লে অফে ওঠা হল না গতবারের চ্যাম্পিয়নদের! KKR-র ভরাডুবির ৪ প্রধান কারণ জানলে রাগ হবে

Published on:

Kolkata Knight Riders are out of IPL 2025 for these 4 reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ যাত্রায় জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না। কাপ তো দূর প্লে অফের আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শেষ হল নাইটদের (Kolkata Knight Riders)। গতকাল বেঙ্গালুরুর কাছে না হেরেও বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ নিয়েই IPL 2025 থেকে বিদায় নিতে হচ্ছে শাহরুখ-জুহির দলকে। কিন্তু কেন? গতবারের চ্যাম্পিয়নদের এমন দুরবস্থা হওয়ার নেপথ্যে কোন কারণ? আজকের প্রতিবেদনে রইল অজিঙ্কা রাহানেদের স্বপ্নভঙ্গের প্রধান 4 কারণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই 4 কারণে IPL 2025 মরসুমে কাজে এল না KKR-র জোর

প্রথম এবং প্রধান কারণ

আসলে কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছিল গত নভেম্বরের নিলাম টেবিলেই। সেবার মিচেল স্টার্ক, নীতিশ রানা ও ফিল সল্টের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়ে প্রথম ভুলটা করেছিল নাইটদের ম্যানেজমেন্ট। তাছাড়াও নাইটদের এমন করুণ দশার প্রধান কারণ গতবার দলকে কাপ জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। জানা যায়, দলের সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শ্রেয়স নাকি 26 কোটি টাকা চেয়ে বসেছিলেন।

তবে সেই শর্তে রাজি না হওয়ায় আইয়ারকে ছেড়ে দেয় নাইট মানেজমেন্ট। এদিকে ভেঙ্কটশ আইয়ার যাঁকে এ যাত্রায় কোনও দিক থেকেই পাশে পায়নি কলকাতা, সেই ব্যর্থ আইয়ারকে 23.75 কোটি দিয়ে কিনেছিল নাইট রাইডার্স। ফলত, এই বড় ভুলগুলির কারণে IPL 2025 সিজনে মাসুল শুনতে হল KKR-কে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাহানের অধিনায়কত্ব

শ্রেয়স আইয়ারকে বিদায় জানিয়ে ভারতের অভিজ্ঞ তারকা অজিঙ্কা রাহানেকে সেনাপতি পদে বসায় কলকাতা নাইট রাইডার্স। রাহানের অভিজ্ঞতা দেখে মনে হয়েছিল, তাঁর নেতৃত্বে হয়তো এবারেও চতুর্থবারের চ্যাম্পিয়ন হয়ে উঠবে নাইটরা। কিন্তু তেমনটা হল না। বরং বারংবার মিডিল অর্ডার নিয়ে ভুল সিদ্ধান্ত, পরিস্থিতি অনুযায়ী বোলারদের নিয়ে ভুল সিদ্ধান্ত সহ একাধিক ক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে গিয়ে একেবারে ল্যাজেগোবরে অবস্থা হয়েছিল রাহানের!

অনেকেই বলছেন, আসলে দল বুঝতে সময় নিয়ে ফেলেছিলেন অজিঙ্কা। কখন, কোথায় পরিস্থিতি বুঝে কোন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা বুঝে উঠতে পারেননি রাহানে। আর সেই কারণেই এবারের যাত্রায় এমন বেহাল অবস্থা কলকাতার। যদিও শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন রাহানে। সেই মতো সাফল্য আসছিল, তবে তাতে প্লে অফে ওঠা হতো কিনা সে বিষয়ে সংশয়ে রয়েছে নানা মহলে।

রিঙ্কু-রাসেলদের ছন্দহীনতা

বিগত সিজনগুলিতে বেশ ভাল ছন্দে ছিলেন রিঙ্কু। তবে এ যাত্রায় তাঁকে সে অর্থে পাশে পায়নি কলকাতা নাইট রাইডার্স। মূলত রিঙ্কু সিংয়ের অবস্থান নিয়ে টালবাহানা ও খেলোয়াড়ের একাধিক ভুল পদক্ষেপ, সব মিলিয়ে রিঙ্কুর দুর্বল ফর্মের কারণে ডুবল কলকাতা। তবে রিঙ্কু ছাড়াও কলকাতার অন্যতম সেরা ফিনিশার আন্দ্রে রাসেলও এ যাত্রায় সেভাবে দাগ কাটতে পারেননি। যার কারণে বারংবার তাঁকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন সমর্থকরাই। যদিও শেষের দিকের এক ম্যাচে কামাল দেখিয়েছিলেন রাসেল। তবে তাতে লাভ হল কি?

অবশ্যই পড়ুন: IPL থেকে ছিটকে গিয়েও আচমকা নতুন প্লেয়ার কিনল KKR, ঘনাচ্ছে রহস্য!

দুটি সহজ ম্যাচে হার

বিশেষজ্ঞরা বলছেন, কলকাতা নাইট রাইডার্স হেরেছে নিজের দোষে। মূলত ছন্দহীনতা ও বিচক্ষণতার অভাবেই ডুবতে হয়েছে নাইটদের। সেই তালিকায় প্রসঙ্গ উঠেছে দুই সহজ ম্যাচে হারের। শেষবারের মতো পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র 112 রান তাড়া করতে গিয়েও জিততে পারেনি কলকাতা, অন্যদিকে লখনউয়ের বিরুদ্ধে 238 রানের লক্ষ্য প্রায় তুলে ফেলেছিল রাহানের দল। তবে শেষ পর্যন্ত নিজেদের ভুলেই তীরে এসে তরী ডুবে যায় KKR-র। যেই হার নিয়ে সরব হয়েছিলেন খোদ মহারাজ সৌরভ গাঙ্গুলীও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group