প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে বেশিরভাগ রেলের যাত্রীই IRCTC এর মাধ্যমে অনলাইনে টিকিট কেটে থাকেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সময় খরচ করার মত সময় সত্যিই এখন কারোর নেই। কিন্তু অনেক সময় দেখা যায় অনলাইনেও ট্রেনে নিশ্চিত টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। যার দরুন অনেক সময় হতাশ হতে হয় যাত্রীকে। তাই এবার সেই হতাশাকে দূর করতে এক মোক্ষম উপায় বের করল IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন।
ট্রেনের টিকিট বুকিং-এ বেজায় সমস্যা
প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করার ক্ষেত্রে রেলকে বেছে নেয়। সেই কারণে ভারতীয় রেলওয়েকে দেশের লাইফলাইন বলা হয়। প্রতিদিন কয়েকশো ট্রেন পরিচালনা করে নিরাপদে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয় রেল কর্তৃপক্ষ। এমনকি যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও দেয় ইন্ডিয়ান রেলওয়ে। তাই ট্রেনের বুকিং এর ক্ষেত্রে এক নয়া ব্যবস্থা এনেছে রেল। অর্থাৎ আর সার্ভার ডাউন নয়, এখন থেকে মুহূর্তের মধ্যেই অনলাইনে চট করে কেটে নেওয়া যাবে ট্রেনের টিকিট। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
IRCTC-র এক নয়া পরিষেবা
এই প্রসঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসির সিএমডি সঞ্জয় জৈন জানিয়েছেন যে IRCTC ব্যবহারকারীদের সুবিধার্থে একটি AMI পরিষেবা চালু করা হচ্ছে। এর মাধ্যমে, সাধারণ ব্যবহারকারীরা একসাথে আরও বেশি সংখ্যক টিকিট বুক করতে পারবেন। কোনো সার্ভার ডাউন থাকবে না। শুধু তাই নয় যাঁরা অসৎ পথে ট্রেনের টিকিটও কম সময়ে বুক করে দিচ্ছে তাঁদের চক্র বন্ধ করতে বড় উদ্যোগ নেবে এই পরিষেবা। আসলে এই ধরনের চক্র আবেদনকারীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে কনফর্ম টিকিট বের করে দিলেও সেই টিকিটগুলি পরে সক্রিয় থাকে না। তাই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: কলকাতা ও শহরতলি থেকে ব্যবসা গোটাচ্ছে ডাকঘর, বন্ধ হবে একগাদা পোস্ট অফিস
উদাহরণস্বরূপ বলা যায়, IRCTC-র AMI মাধ্যমে টিকিট বুক করার সময়, একজন যাত্রীর আবেদন পত্র পূরণ করতে ২-৩ মিনিট সময় লাগে কিন্তু কিছু ফ্রড সিস্টেম ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলে। যেটা সম্পূর্ণ ভুয়ো। তাই এই ধরণের সিস্টেমের মাধ্যমে টিকিট তৈরি করা আটকাতে এবং এই ধরনের সফটওয়্যারের বাজার কাড়তে IRCTC এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যা ব্যবহারকারীদের নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট স্বস্তি এনে দিয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |