ভারতে চালিয়েছিল তিন তিনটি হামলা! অবশেষে পাকিস্তানে খতম জঙ্গি সইফুল্লাহ খালিদ

Published:

Saifullah khalid
Follow

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতে একাধিক জঙ্গি হামলার মূল চক্রী লশকর-ই-তাইয়েবার শীর্ষ জঙ্গি সইফুল্লাহ খালিদকে (Saifullah Khalid) পাকিস্তানের সিন্ধু প্রদেশে হত্যা করা হয়েছে বলে খবর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সইফুল্লাহর উপরে এই হামলা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা করেছিল। হত্যার মূল কারণ কি, তা এখনও জানা যায়নি। বলে দিই, এই সইফুল্লাহ ভারতে তিনটি বড় জঙ্গি হামলার জন্য দায়ী ছিল। ২০০১ সালে রামপুরে CRPF-র ক্যাম্পে হামলা, ২০০৫ সালে ব্যাঙ্গালুরুতে ISC-তে হামলা আর ২০০৬ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলার জন্য দায়ী ছিল সইফুল্লাহ।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সইফুল্লাহ খালিদ নিজেকে বিনোদ কুমার পরিচয় দিয়ে বেশ কয়েক বছর নেপালে ছিল। সেখানে ও ভুয়ো পরিচয়পত্রও বানিয়েছিল। এমনকি নেপালে সইফুল্লাহ একটি বিয়েও করে। তথ্য অনুযায়ী, নেপাল থেকেই সইফুল্লাহ জঙ্গি গতিবিধি নিয়ন্ত্রণ করত।

আরও পড়ুনঃ  লোনের জন্য চাপানো হল ১১ শর্ত! IMF-র ভোলবদলে সিঁদুরে মেঘ দেখছে কাঙাল পাকিস্তান

সম্প্রতি সইফুল্লাহ খালিদ নেপাল থেকে পাকিস্তানে চলে যায়। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বদিন জেলায় থাকত সইফুল্লাহ। সেখান থেকে লশকর ও জামাত-উদ-দাওয়ার হয়ে কাজ করত সইফুল্লাহ। ভারতের এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির প্রধান কাজ ছিল তাঁদের সন্ত্রাসী সংগঠনে যুবকদের ভর্তি করানো এবং তাঁদের মগজ ধোলাই করা। কিন্তু সেই কাজ এখন আর করতে পারবে না সে। কারণ অজ্ঞাত পরিচয় হামলাকারীরা তাঁকে খুঁজে বের করে হত্যা করেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join