প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে হরিয়ানার জনপ্রিয় টাভেল ব্লগার তথা ইউটিউবার জ্যোতি মলহোত্রার (Jyoti Malhotra) নাম। সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগেই ভারতীয় আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিল ৬ জন ভারতীয় নাগরিক, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। পাকিস্তানে প্রায়ই যাতায়াত ছিল জ্যোতির। আর এই আবহেই জানা গেল পাকিস্তানের হাইকমিশনের ইফতার পার্টিতেও নাকি সামিল হয়েছিলেন এই জ্যোতি মলহোত্রা।
চ্যানেলে পাকিস্তানের একাধিক ভিডিও
ইউটিউবে ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি চ্যানেল রয়েছে ধৃত জ্যোতি মলহোত্রার। সেখানেই নানা ধরনের ভ্রমণের ভিডিও পোস্ট করে থাকেন। ইউটিউবে তার অ্যাকাউন্ট থেকে মোট ৪৮৭টি ভিডিয়ো আপলোড হয়েছিল। আর সেখানেই পাকিস্তানে সফরের একাধিক ভিডিয়োও আপলোড করা আছে। ‘ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান’, ‘ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর’, ‘ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল’, ‘ইন্ডিয়ান গার্ল রাইড লাক্সারি বাস ইন পাকিস্তান’ নামে বিভিন্ন ভিডিয়ো পোস্ট করেছিল এই ব্লগার। এমনকি তাঁকে বলতেও শোনা যায় যে লাহোর হল পাকিস্তানের হৃদয়।
পাক হাই কমিশনের ইফতার পার্টিতে জ্যোতি!
এদিকে এই অসংখ্য ভিডিয়োর মধ্যেই উঠে আসে সেই বিস্ফোরক ভিডিয়ো, যেখানে দেখা যায় পাক হাই কমিশনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন এই ইউটিউবার জ্যোতি মলহোত্রা। এমনকি সেই পার্টিতে এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। এই এহসান-উর-রহিম কিছুদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং ভারত ছাড়তে নির্দেশও দেওয়া হয়েছিল। কারণ তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগ উঠেছিল। আর তাতেই প্রশ্ন উঠছে কী সম্পর্ক ছিল দুজনের মধ্যে।
সম্পর্কে জড়িয়েছিল জ্যোতি!
সেই ভিডিওতে জ্যোতি মলহোত্রাকে দেখা হয়েছিল দানিশের স্ত্রী এর সঙ্গে নানা আলোচনা করতে। যার দরুন দানিশের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ই এখন পুলিশের নজরে আসছে। ওই পাক আধিকারিকের সঙ্গে কী ভাবে যোগাযোগ হয়েছিল জ্যোতির, তাঁকেই কি গোপন তথ্য পাচার করতেন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে গোপন সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভের এক আধিকারিকের সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্কও ছিল জ্যোতির। এমনকি সেই আধিকারিকের নাম তাঁর ফোনে সেভ করা ছিল ‘জাঠ রন্ধওয়া’ নামে।
আরও পড়ুন: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চারমিনারের সামনের বিল্ডিং, হায়দ্রাবাদে শিশু সহ পুড়ে মৃত্যু ১৭ জনের
এমনকি গত বছর পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে জ্যোতিকে সাহায্য করেছিল স্থানীয় এক ইউটিউবার। ওই ইউটিবারের সঙ্গে জ্যোতির যোগাযোগের বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শুধু বলেন, জ্যোতির সঙ্গে তাঁর শুধু বন্ধুত্বের সম্পর্কই ছিল। যদিও তদন্ত সূত্রে পুলিশ জানতে পেরেছে জ্যোতির সঙ্গে নাকি ওই স্থানীয় ইউটিউবার পাকিস্তানে গিয়েছিলেন। এছাড়াও আরো নানা বিস্ফোরক তথ্য উঠে আসছে বিখ্যাত ব্লগার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |