বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে ভারত-পাক সীমান্ত উত্তেজনা ও দ্বিপাক্ষিক সংঘাত যে হারে বেড়েছে তাতে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্কও কার্যত তলানিতে ঠেকেছে। এমতাবস্থায়, পাকিস্তানের সাথে সম্পর্কের ভিত একেবারে গুঁড়িয়ে দিতে আসন্ন অল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (India)। সূত্রের খবর, ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই গোটা বিষয়টি জানিয়ে দিয়েছে BCCI।
দুই বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের পথে ভারতীয় দল
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী মাসেই শ্রীলঙ্কায় মহিলাদের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর এরপরই আসন্ন সেপ্টেম্বরে আয়োজিত হবে পুরুষদের এশিয়া কাপ। সূত্রের খবর, পাকিস্তানের সাথে ব্যাপক উত্তেজনার কারণে এই দুই আসর থেকেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
জানিয়ে রাখি, বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একেবারে শীর্ষ পদে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। সূত্রের খবর, মূলত পাকিস্তানের সাথে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি 22 গজেও দূরত্ব বজায় রাখতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নাম প্রত্যাহারের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই সূত্রেই, আসন্ন দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পা বাড়াবে না স্বদেশীরা।
বোর্ডের বক্তব্য
সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি BCCI-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্বারা আয়োজিত কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। কারণ এই কাউন্সিলের একেবারে শীর্ষ পদে রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী। দেশের উর্ধ্বে কিচ্ছু নয়! এই বিষয়টির সাথে দেশের আবেগ জড়িয়ে রয়েছে।
আমরা মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে গোটা বিষয়টি জানিয়েছি। বোর্ডের তরফে জানানো হয়েছে, আসন্ন মহিলা এশিয়া কাপে ভারতীয় দল অংশগ্রহণ করতে পারবে না। একই সাথে ভবিষ্যতেও কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করা যাবে কিনা তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। আমরা ভারত সরকারের সাথে আছি।
ভারতের অনুপস্থিতিতে আর্থিক ক্ষতির অঙ্ক বাড়বে
ভারতীয় ক্রিকেট বোর্ড এ কথা ভালভাবেই জানে যে, ভারত যদি এশিয়া কাপে অংশ না নেয়, সেক্ষেত্রে টুর্নামেন্ট আয়োজন করা একেবারে দুষ্কর হয়ে উঠবে। কেননা, আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের অধিকাংশ স্পন্সরই ভারত থেকে যায়। তাছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা না গেলে সম্প্রচারকারী সংস্থাগুলিও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
অবশ্যই পড়ুন: প্লে অফে ওঠা হল না গতবারের চ্যাম্পিয়নদের! KKR-র ভরাডুবির ৪ প্রধান কারণ জানলে রাগ হবে
এছাড়াও 2024 সালে সোনি পিকচার্স নেটওয়ার্কসকে এশিয়া কাপের সত্ব আগামী 8 বছরের জন্য দেওয়া হয়েছে। যার জন্য কমপক্ষে 170 মিলিয়ন ডলার খরচ করেছে এই সম্প্রচারকারী সংস্থা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত অংশ না নিলে সম্প্রচার সত্ব বা চুক্তি নিয়ে বিকল্প ভাবতে হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |