রাস্তায় চাকরিহারারা, ওদিকে ফ্ল্যাট নতুন করে সাজাচ্ছেন অর্পিতা! টাকার উৎস নিয়ে প্রশ্ন

Published on:

Recruitment Scam Case

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০২২ সালের ২২ জুলাই, রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam Case) গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন পার্থ। এরপর পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দেয় ইডি। আর সেখানেই মেলে টাকার পাহাড়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা

প্রথমে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নগদ টাকার পাহাড় খুঁজে পায় ইডি। সেই ছবি ছিল চমকে দেওয়ার মতো। ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং প্রচুর বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার হয়েছিল তাঁর ফ্ল্যাট থেকে। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। প্রকাশ্যে আসে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। এই গ্রেফতারির কয়েকদিন পর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও মিলেছিল কোটি কোটি নগদ টাকা। সব মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকা, ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি। যার দরুন একপ্রকার ধরেই নেওয়া হয়েছিল সহজে এই মামলা থেকে নিষ্পত্তি মিলবে না অর্পিতার। কিন্তু পরিণতি হল উল্টো।

টালিগঞ্জের ফ্ল্যাট সংস্কার করছে অর্পিতা!

কয়েক মাস আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। তার মধ্যেই জামিন হয়ে যায় তাঁর। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত। কিন্তু এখনও জেলে থেকে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। শত চেষ্টা করেও জামিন মামলায় কিছুতেই সাড়া দিচ্ছেন না বিচারপতি। আর এই আবহেই শোনা যাচ্ছে যে অর্পিতার টালিগঞ্জের যে ফ্ল্যাট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল, সেই ফ্ল্যাটেরই নাকি সংস্কারের কাজ শুরু করছেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আদালতের দ্বারস্থ অর্পিতা

এইমুহুর্তে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আওতায়, তাই সেক্ষেত্রে অর্পিতার কাছে টাকা খুব বেশি নেই বললেই চলে। আর যার ফলে প্রশ্ন উঠছে ফ্ল্যাট সংস্কারের টাকা আসছে কোথা থেকে। কয়েক মাস আগে অর্পিতা তাঁর মা-বাবার পারিবারিক পেনশনের টাকা জমার উপায়ের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। দু’জনই কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন, তাই পারিবারিক পেনশনের জন্য আবেদন করেছিলেন অর্পিতা। তখন তাঁকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই টাকা দিয়েই যে ফ্ল্যাট সংস্কার হচ্ছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে কেন্দ্রের প্রতিনিধি হচ্ছেন না ইউসুফ পাঠান! নাম তুলে নিল তৃণমূল

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। উথাল পাথাল রাজ্য রাজনীতি। তার উপর গত বৃহস্পতিবার থেকে টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। লাগাতার চলছে অবস্থান। এমন পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে জেল থেকে ছাড়া পাওয়া অর্পিতার ফ্ল্যাটের সংস্কারের কাজ শুরু হতেই ফের চর্চা শুরু হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group