এক ছাদের তলায় সমস্ত কিছু, নয়া APP লঞ্চ করল IRCTC, রেল যাত্রা হবে আরও মসৃণ

Published on:

irctc super app

সহেলি মিত্র, কলকাতা : ভারতীয় রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। আপনিও যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণে পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আসলে ভারতীয় রেলের তরফে এবার এমন একটি সুপার অ্যাপ (IRCTC Super App) আনা হলো যার দরুন উপকৃত হবেন লক্ষ লক্ষ রেল যাত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনও তথ্য মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন নিজের মুঠোফোনের মাধ্যমে। আজ কথা হচ্ছে SwaRail নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রেল আনল SwaRail App

টিকিট থেকে শুরু করে টয়লেটের তথ্য সবই এক জায়গায় মিলবে। আসলে এই অ্যাপটি লঞ্চ করেছে IRCTC। এখন রেলের টিকিট বুকিং থেকে শুরু করে ট্রেনের বিলম্বের তথ্য, সাধারণ টিকিট থেকে শুরু করে খাবার ও পানীয় পর্যন্ত। সবকিছুই একটি অ্যাপে পাওয়া যাবে। হ্যাঁ, ভারতীয় রেলওয়ে একটি অ্যাপ চালু করেছে যা আপনার রেল সম্পর্কিত সমস্ত চাহিদা পূরণ করবে। এই SwaRail -কে এক অর্থে রেলওয়ের ‘সুপার অ্যাপ’ বলা যেতে পারে। আগে রিজার্ভেশন, সাধারণ টিকিট, খাবার অর্ডার করা বা অভিযোগ দায়েরের জন্য আলাদা অ্যাপের প্রয়োজন হত, এখন আপনি সবকিছু এক জায়গায় পাবেন।

এই অ্যাপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি করা হয়েছে এবং বর্তমানে এর বিটা সংস্করণ অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ক্ষেত্রেই উপলব্ধ। ব্যবহারকারীরা তাদের বিদ্যমান আইআরসিটিসি অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী সুবিধা মিলবে?

  • টিকিট বুকিং
  • সাধারণ এবং প্ল্যাটফর্ম টিকিট কেনা
  • ট্রেনের লাইভ স্ট্যাটাস চেক করুন
  • খাবার অর্ডার করা
  • অভিযোগ দায়ের করা (Rail Madad) এবং আরও অনেক কিছু।

এর মানে হল এখন থেকে IRCTC Rail Connect, UTS, Rail Madad, NTES এর মতো আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। SwaRail একাই সমস্ত কাজ পরিচালনা করবে।

আইআরসিটিসি অ্যাপ কি বন্ধ হয়ে যাবে?

এখন প্রশ্ন উঠতে পারে এই সমস্ত সকল সুবিধা IRCTC App -এই তো মিলছে। তাহলে কি আগামী দিনে এই অ্যাপটি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হল না। আইআরসিটিসি অ্যাপটি এখনও থাকবে, তবে নতুন অ্যাপের আগমনের সাথে সাথে এর লোড অবশ্যই কমে যাবে। উৎসব এবং বিয়ের মরশুমে, বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময়, আইআরসিটিসি অ্যাপ প্রায়শই ধীরগতির হয়ে পড়ত বলে অভিযোগ। তবে এই SwaRail এই চাপ কমাতে সাহায্য করবে। তবে, আইআরসিটিসি অ্যাপ এখন একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে SwaRail ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট এবং সহজ বিকল্প হিসেবে আবির্ভূত হবে।

আরও পড়ুনঃ ভারতের এই রাজ্যের GDP-র কাছে হার মানবে গোটা পাকিস্তান! তালিকায় আরও এক নাম

 অ্যাপের ফিচার

ভবিষ্যতে, UTS এবং NTES-এর মতো অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হতে পারে এবং তাদের সমস্ত পরিষেবা SwaRail-এ স্থানান্তরিত হতে পারে। এটি কেবল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনকই হবে না, বরং সিস্টেমটি আরও স্মার্ট এবং সমন্বিত হয়ে উঠবে SwaRail-এ বায়োমেট্রিক লগইন, ওয়ালেট সাপোর্ট এবং স্মার্ট ইন্টারফেসের মতো আধুনিক বৈশিষ্ট্য থাকবে। এটি ব্যবহারকারীদের দ্রুত, নিরাপদ এবং সহজ অভিজ্ঞতা প্রদান করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কেউ আপনার আসন দখল করে থাকে বা টয়লেটের অবস্থা খারাপ হয় তবে চিন্তা করার দরকার নেই। রেল মাদাদ -এর মাধ্যমে অভিযোগ করুন এবং তাৎক্ষণিক ব্যবস্থা সুবিধা উপভোগ করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group