বালোচিস্তানে এবার পাকিস্তানি সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা! মৃত একাধিক জওয়ান

Published:

balochistan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশের বেলুচিস্তানে (Balochistan) ফের রক্তক্ষয়ী সংঘর্ষ! সূত্রের খবর, গত রবিবার রাতে আফগান সীমান্ত লাগোয়া গুলিস্তান এলাকায় পাক সেনার ক্যাম্পে ঘটেছে এক ভয়াবহ আত্মঘাতী হামলা (TTP Attack)। মধ্য রাতে বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে 4 জন সেনার এবং আহত হয়েছে আরও 11 জন। এমনকি এই বিস্ফোরণের পরপরই শুরু হয়েছে সেনা ও জঙ্গিদের মধ্যে প্রবল গুলির লড়াই।

কীভাবে ঘটেছে এই বিস্ফোরণ?

স্থানীয় সূত্র মারফত জানা গেল, রবিবার গভীর রাতে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা ক্যাম্পের দিকে এগিয়ে আসছিল আত্মঘাতী হামলাকারীরা। ক্যাম্পের কাছে পৌছনো মাত্রই ঘটে যায় প্রবল বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ওই গোটা এলাকা ধোঁয়ার চাদরে ঢেকে যায়। 

আর বিস্ফোরণের পরপরই সেনা জওয়ানরা প্রবল গুলিবর্ষণ চালায়। এমনকি শুরু হয় দফায় দফায় গুলির বৃষ্টি। দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। আর আহতদের মধ্যে অনেকেই আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলেই সূত্র মারফত খবর।

এই হামলার পিছনে কাদের হাত রয়েছে?

বেশ কয়েকটি সুত্র মারফত খবর, এই হামলার দায় তেহরিক ই তালিবান পাকিস্তান (TTP) নিজেদের কাঁধেই তুলে নিয়েছে। তারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদি কার্যকলাপে লিপ্ত। এমনকি এই গোষ্ঠীকে পাকিস্তান সরকার ইতিমধ্যেই জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুনঃ আগামী দুই বছরের মধ্যে বিক্রি হবে … LIC নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের!

এদিকে বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল কেন্দ্রবিন্দু। বহুদিন ধরেই এই অঞ্চলকে স্বাধীন করার জন্য লড়াই চালিয়ে আসছে বেলুচ লিবারেশন আর্মি (BLA)। আর তাদের এই আন্দোলনে সাথ দিয়েছে TTP-র মত আত্মঘাতী হামলাকারীরা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ঘটনার মাত্র দুদিন আগে খুজদারে চিন-পাকিস্তান সীমান্তের এক সেনা চৌকিতে হামলা চালিয়েছিল TTP। এমনকি সেই হামলায়ও 4 জন সেনার মৃত্যু হয়। আর এই ঘটনার পর ফের গুলিস্তানে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে TTP। ফলে টানা হামলার জেরে চাপ বাড়ছে পাকিস্তান সেনা এবং প্রশাসনের উপর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join