সুরাপ্রেমীদের জন্য সুখবর! ২০০ টাকার বিয়ার এখন মাত্র ৫০ টাকা, নেপথ্যে কারণ কী?

Published on:

Beer Price Drop In India

প্রীতি পোদ্দার, কলকাতা: সুরাপ্রেমীদের জন্য বড় সুখবর। গরমকালে যারা বিয়ার পান করেন, তারা এবার লাভবান হতে চলেছেন। কারণ এখন অল্পতেই সাধ মিটবে ব্যাপক। অনেকটাই দাম কমল বিয়ারের (Beer Price Drop In India)। অনেক সময় বিয়ারের প্রিয় ব্র্যান্ড বাজারে পাওয়া কঠিন হয়ে যায়, আর পেলেও দাম এতটাই বেশি যা কেনা রীতিমত সাধ্যের বাইরে চলে যায়। কিন্তু এইবার এমন হতাশা নেই। কারণ ব্রিটিশ বিয়ার ব্র্যান্ডগুলি এখন ভারতে অনেক সস্তায় মিলতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আমদানি শুল্ক কমবে ৭৫%

গত ৬ মে ভারত-ব্রিটেনের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরিত হয়েছে। আসলে এই বাণিজ্যের লক্ষ্যই ছিল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও উল্লেখযোগ্য এবং মজবুত করা। জানা গিয়েছে এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশই হল ব্রিটেন থেকে আমদানি করা অ্যালকোহলযুক্ত পানীয় যেমন ব্রিটিশ বিয়ার, স্কচ এবং হুইস্কি, এগুলির উপর আমদানি শুল্ক ৭৫% হ্রাস করা। অর্থাৎ ব্রিটেনের বিয়ারের আমদানি শুল্ক যেখানে ১৫০ শতাংশ ছিল বর্তমানে সেটি ৭৫ শতাংশে এসে পৌঁছেছে। কিন্তু বিয়ার ও হুইস্কির শুল্ক কমলেও, ওয়াইনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি।

৫০ টাকায় পাওয়া যাবে ব্রিটিশ বিয়ার

এদিকে ভারত ব্রিটেনের এই নয়া চুক্তিতেই বাণিজ্য শুল্ক অনেকটাই কম হওয়ায়, অনেকেই ভেবেছে যে ব্রিটিশ বিয়ার-হুইস্কির দামে বিরাট প্রভাব পড়বে। এমনকি সোশ্যাল মিডিয়ায় খবর রটে গিয়েছে যে ব্রিটিশ বিয়ার ব্র্যান্ড ২০০ টাকার বদলে মাত্র ৫০ টাকায় নেমে এসেছে। যার দরুন বিশেষজ্ঞদের মনে স্বাভাবিকভাবেই খটকা লাগছে যে বিয়ারের বাণিজ্য শুল্ক খানিক কম হওয়ায় প্রকৃত দাম এতটা কমল কীভাবে? এমনকি এই খবর প্রকাশ্যে আসা মাত্রই গুঞ্জন শুরু হয়ে যায়। শেষে বিয়ারের এই দাম কমে যাওয়ার দাবিকে শিল্প বিশেষজ্ঞরা অতিরঞ্জিত হিসেবে দেখছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশেষজ্ঞরা বলছেন যে, আমদানি কর ৭৫% কমার পরেও, ২০০ টাকার বিয়ারের দাম ৫০ টাকায় নেমে আসা কখনোই সম্ভব নয়। কারণ ভারতে ‘অ্যালকোহল ট্যাক্স’ একেবারে রাজ্যের অধীনস্থ। যার মানে কেন্দ্রীয় সরকারের নীতি বা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নির্বিশেষে প্রতিটি রাজ্যের নিজস্ব কর, শুল্ক এবং মূল্য নির্ধারণের নিয়ম আরোপের ক্ষমতা রয়েছে। অর্থাৎ বিয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। পরিসংখ্যানের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ২০২৪ সালের মধ্যে দেশীয় বিয়ার ইন্ডাস্ট্রির মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা ছিল। প্রতি বছর এই বাজার ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ছে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! বাংলার ঘরে ঘরে পাইপের মাধ্যমে পৌঁছবে গ্যাস, নির্ধারিত হল সময়সীমাও

আমদানি হওয়া গাড়িগুলোর দামও কমবে

সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে, কর ছাড়ের ফলে ব্রিটেন থেকে আমদানি করা মদের দাম কিছুটা কমতে পারে। তবে তা মূলত প্রিমিয়াম হুইস্কি ব্র্যান্ডগুলিতে কার্যকর হবে। কিন্তু দেশের অন্দরে নির্মিত বিয়ারগুলির ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। এদিকে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিয়ার ব্র্যান্ডগুলো হল কিংফিশার, বাডওয়াইজার, হেইনেকেন, কার্লসবার্গ। এছাড়াও এই চুক্তির আওতায় বিয়ার, হুইস্কির পাশাপাশি ব্রিটেন থেকে আমদানি হওয়া গাড়িগুলোর দামও কমবে। একইভাবে, ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া বস্ত্র, চামড়ার পণ্যের উপর ব্রিটেন শুল্ক কমানোর কথা ভাবছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group