অতিসক্রিয়তার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কবে শুনানি?

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতির কারণে বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিতেই গত ২২ এপ্রিল এসএসসি-র (SSC) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। যার দরুন রাতারাতি চাকরি চলে যায় প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। উত্তাল হয়ে ওঠে রাজ্যের শিক্ষা ব্যবস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যে শিক্ষকরা এতদিন পড়ুয়াদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতেন আজ তারাই রাস্তায় আন্দোলনে নেমেছেন নিজেদের হকের চাকরি আদায়ের তাগিদে। আর তার জেরেই গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ এবং চাকরিহারাদের মধ্যে।

শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

এদিকে গত বৃহস্পতিবার বিকাশভবন ঘেরাও অভিযানকে ঘিরে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাঁধা দেওয়া, হুমকির অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। সবমিলিয়ে মোট ১৫টি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এমনকি নোটিশের মাধ্যমে বিধাননগর উত্তর থানায় শিক্ষকদের হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। সেখানে সাফ বলা হয়েছে, হাজিরা না দিলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। এমনকি চাকরিহারাদের আন্দোলনের বড় মুখ মেহবুব মণ্ডলকেও আলাদা নোটিস পাঠানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার মামলা!

আর এই আবহেই এবার গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের একাংশ। এমনকি উঠে এসেছে শাসকদলের নামও। বিক্ষোভকারী শিক্ষকদের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে চাকরিহারাদের মারধর করেছেন তৃণমূল সমর্থকেরা। কিন্তু পুলিশেরা শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ না করে পুলিশ শিক্ষকদের বিরুদ্ধে অতিসক্রিয় হয়ে উঠেছে।

কবে হবে শুনানি?

এছাড়াও চাকরিহারা শিক্ষকদের একাংশের অভিযোগ ওইদিন বিকাশ ভবনের আন্দোলনে দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়। এছাড়াও সকলের বিরুদ্ধে গ্রেফতারির নোটিস পাঠানো হয়েছে। সব শুনে আজ অর্থাৎ সোমবার ওই শিক্ষকদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান যে, আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: রাস্তায় চাকরিহারারা, ওদিকে ফ্ল্যাট নতুন করে সাজাচ্ছেন অর্পিতা! টাকার উৎস নিয়ে প্রশ্ন

অন্য দিকে, আজ শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও। ঝামেলার আঁচ যাতে না পরে তাই সপ্তাহের প্রথম দিন, সোমবার বিকাশ ভবনের সামনে যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয়, তার জন্য ভবনের সব দরজায় পুলিশি পাহারা বৃদ্ধি করা হয়েছে। ভবনের মূল গেট বন্ধ রাখা হয়েছে। তার বদলে পাশের ছোট ফটক দিয়ে পরিচয়পত্র দেখিয়ে দফতরে প্রবেশ করেন কর্মীরা। এছাড়াও ভিজিটরদেরও আসার কারণ এবং বৈধ কাগজ দেখিয়ে ঢোকানো হচ্ছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group