প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি একশো বছর পার করেছে পূর্ব রেলের হাওড়া (Howrah) ডিভিশন। দেশের মধ্যে অন্যতম পুরনো এবং বড় এই হাওড়া স্টেশন দিয়ে হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে। তাইতো স্টেশনে যাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে স্টেশন কর্তৃপক্ষ। কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হাওড়ার অধীনে একাধিক স্টেশনে লাইনের সমস্যা হচ্ছে। কিছু ক্ষেত্রে যেমন লাইনের ত্রুটিপূর্ণ নকশা দেখা যাচ্ছে, ঠিক তেমনই কিছু ক্ষেত্রে লাইন সামান্য বাঁকা থাকায় ট্রেনের গতি ব্যাহত হচ্ছে। অর্থাৎ ট্রেনের মসৃণ চলাচল থমকে যাচ্ছে।
ইয়ার্ডের ত্রুটি সংশোধন
ব্যস্ত সময় ট্রেনের বারংবার থমকে যাওয়ায় বেশ সমস্যা মুখে পড়ছে যাত্রীরা। যার দরুন একাধিকবার অভিযোগ করা হয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনকে। তাই এবার সেই সমস্যা সম্পূর্ণ নির্মূল করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ট্রেন চলাচল উন্নত করার লক্ষ্যে সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া-সহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ স্টেশনের ইয়ার্ডের ৪৬টি জায়গায় লাইনের ত্রুটি সংশোধন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই কাজের শুরুতে বিভিন্ন সমস্যা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছিল। আর তখনই ১৩টি স্টেশনের ইয়ার্ড চিহ্নিত করা হয়।
হাওড়া স্টেশনের সংস্কার
এদিকে ত্রুটি চিহ্নিত এই ১৩ টি ইয়ার্ডের মধ্যে ছিল খাস হাওড়া স্টেশন। পাশাপাশি ব্যান্ডেল, জনাই রোড, জৌগ্রাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। জানা গিয়েছে এরপরে ইয়ার্ড মসৃণ করার কাজ করা হবে তালিত, খানা জংশন এবং গুসকরা স্টেশনেও। আর এই পরিকল্পনার মাঝেই ফের হাওড়া স্টেশন সংস্কারের প্রসঙ্গ উঠে এসেছে। রেল সূত্রে জানা গিয়েছে প্রতিটা স্টেশনে ইয়ার্ডের কাজ মসৃন হয়ে গেলেই হাওড়া স্টেশনের কাজ শুরু হবে। হাওড়া স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে প্রবেশের রেললাইন সোজা করা হবে। তার জন্য পুরনো বাঙালবাবু সেতুর জায়গায় নতুন ঝুলন্ত সেতু চালু করা হবে
আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য সুখবর! ২০০ টাকার বিয়ার এখন মাত্র ৫০ টাকা, নেপথ্যে কারণ কী?
এছাড়াও হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে সব প্ল্যাটফর্ম থেকে ২৪ কোচের ট্রেন চালানো যায় না সেখানে ট্রেন চালানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। যার ফলে অনেকটাই দূর হবে সেই অসুবিধা। এর সঙ্গে হাওড়ামুখী ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য অনুযায়ী প্ল্যাটফর্মও নির্দিষ্ট করা যাবে। আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে ওই ঝুলন্ত সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |