সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনের টিকিট হাতে পেতেই অনেক যাত্রী চমকে উঠছে। কারণ এবার ট্রেনের টিকিটে থাকছে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) ছবি। এমনকি সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার মন্তব্যও জুড়ে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া বিতর্ক।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক সাফল্যেকে কেন্দ্র করে এই ধরনের প্রচার কি শুধুমাত্র ভারতের জন্য গর্বের? নাকি এর আড়ালে কোনও নির্বাচনী রাজনীতির কৌশল লুকিয়ে রয়েছে? প্রশ্ন তুলছে বিরোধীরা।
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ কেন?
সম্প্রতি পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনারা পাক মদৎপুষ্ট জঙ্গিদের উপর অপারেশন সিঁদুর চালিয়েছিল। আর এই অভিযানে 9 টি জঙ্গি ঘাঁটি সহ 100 জন জঙ্গি রাতারাতি গুঁড়িয়ে যায়। এক কথায় বিরাট সাফল্য পায় অপারেশন সিঁদুর। আর সে কারণেই এখন রেলের টিকিটে অপারেশন সিঁদুর জায়গা পেয়েছে। এমনকি সারা দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে সাজানো হচ্ছে তিরঙ্গা রঙে, যাতে মানুষের মধ্যে দেশপ্রেম আরও জেগে ওঠে।
বিরোধীদের অভিযোগ
তবে মোদি সরকারের এই পদক্ষেপে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল নানারকম মন্তব্য করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে কটাক্ষ করে বলেছেন, যিনি কোভিড টিকাকরণের সময় শংসাপত্রে নিজের ছবি লাগিয়েছিলেন। সারের বস্তা থেকে চালের থলিতে নিজের ছবি আটকেছেন। তাহলে ট্রেনের টিকিটের সুযোগ ছাড়বেনই বা কেন?
আর তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে, দেশের সেনাদেরকে রাজনৈতিক প্রচারে কাজে লাগাচ্ছেন তিনি। আর এটা প্রথমবার নয়। এর আগে 2017 সালের হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট অভিযানের মত সামরিক পদক্ষেপগুলিও বিজেপি নির্বাচনের জন্যই নিয়েছিল বলে দাবি করছেন তিনি।
আরও পড়ুনঃ গরমের ছুটির মধ্যেই পরপর ৬ দিন বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, দেখুন তালিকা
রেলের বক্তব্য
তবে বিরোধীদের এই মন্তব্যকে কটাক্ষ করে রেল বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, রেল সামরিক বাহিনীর সাফল্যের জন্য গর্বিত। আর তাদের সম্মান জানানোর জন্যই রেলের টিকিটে এই বার্তা ছাপানো হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে তিরঙ্গা আলোয় সাজানো হচ্ছে। আর এতে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম আরও সজাগ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |