সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি বেহালার বাসিন্দা? কিংবা বেহারার উপর দিয়ে রোজ যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আসলে যত সময় হচ্ছে ততই বেহালার বেশ কিছু জায়গায় দুর্ঘটনার খবর বারবার প্রকাশ্যে উঠে আসছে। এদিকে এহেন বারবার একই ঘটনার জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। উঠছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন। তবে এবার এই বেহালা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে, টানা তিন মাসের জন্য বেহালার বহু রাস্তা বন্ধ (Behala Road Closed) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আচমকা কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল নিশ্চয়ই ভাবছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বন্ধ থাকবে বেহালা
জানা গিয়েছে, বেহালার সখেরবাজার থেকে ডায়মন্ড হারবার রোডের সাথে মতিলাল গুপ্ত রোডের সংযোগকারী সন্তোষ রায় রোডে সমস্ত বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই রাস্তাটি বড়িশা এবং বেহালা এবং টালিগঞ্জ মেট্রোর মধ্যে একটি প্রধান সংযোগকারী হিসেবে কাজ করে। মূলত ভূর্গভস্থ নিকাশি নালার কাজ হবে। সেজন্য টানা ৯০ দিনের জন্য মতিলাল গুপ্ত রোডের সংযোগকারী সন্তোষ রায় রোডে সমস্ত বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ বলে খবর।
বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের
ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি জায়গায় ভূগর্ভস্থ পাইপ বসানো হবে। ফলে এই রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে। পাইপ বসানো হবে এম এল গুপ্ত রোডে। এর মধ্যে রয়েছে ভুবন মোহন রয় রোড জংশন, সোদপুর ফার্স্ট লেন এবং সোদপুর ব্রিকফিল্ড রোড যেখানে মিশেছে সেই এলাকা, হেমচন্দ্র মুখার্জি রোড জংশন এবং কালীপদ মুখার্জি রোড জংশন। ফলে এই সমস্ত রাস্তায় ভারী গাড়ি, বাস ও ছোট গাড়ি চলাচল করবে না।
আরও পড়ুনঃ আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! এবার সত্যিই ব্যবসা গুটিয়ে পালাবে ভোডাফোন?
কেএমসি সূত্রে খবর, শহরের এই অংশে ড্রেনেজ উন্নয়নের কাজ এক বছরেরও বেশি সময় ধরে চলছে। পাইপ স্থাপনের কাজ অসম্পূর্ণ থাকায় এর প্রভাব এখনও অনুভূত হয়নি। মতি লাল গুপ্ত রোড, শকুন্তলা পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বর্ষাকালে জল জমার দুর্দশা থেকে মুক্তি মিলছে না। অনেকেই হাঁটু সমান জলের মধ্য দিয়ে হেঁটে যেতে বাধ্য হন। তবে এবার এই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যেহেতু মতি লাল গুপ্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে রয়ে গেছে, তাই বাস, মিনিবাস এবং লরি সহ ভারী যানবাহনগুলিকে এই রাস্তা দিয়ে চলাচলের অনুমতি না দেওয়ার জন্য একটি ট্র্যাফিক ডাইভারশন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এলাকার বেশ কয়েকজন ট্রাফিক গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করা হয়েছে, এবং প্রয়োজনীয় ব্যানার এবং বোর্ড লাগানো হয়েছে।”
কোন রাস্তা দিয়ে চলবে গাড়ি?
পরিকল্পনা অনুযায়ী, টালিগঞ্জের মুচিপাড়া ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোডের শাখেরবাজার ক্রসিংয়ের দিকে S31, AC31 এবং SD4/1 রুটে পণ্যবাহী যানবাহন এবং বাসগুলি রাজা রামমোহন রায় রোড ধরে চৌরাস্তা এবং জেমস লং সরণির সংযোগস্থলের দিকে পরিচালিত হবে এবং আরও পশ্চিমে বীরেন রায় রোডের দিকে অগ্রসর হবে। সখেরবাজার ক্রসিং থেকে মুচিপাড়ার দিকে যাওয়া ভারী যানবাহনগুলি ডায়মন্ড হারবার রোড ধরে সন্তোষ রায় রোডে যাবে এবং অবশেষে রাজা রামমোহন রায় রোড ধরে টালিগঞ্জে পৌঁছাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |